পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন নয়। এতবড় রোগের এত সহজে ও এত শীঘ্ৰ যে সমাপ্তি ঘটিয়াছে কমল হঠাৎ তাহ বিশ্বাস করিতে পারিল না। তাই উত্তর দিতে তাহার বিলম্ব হইল। শিবনাথ আবার প্রশ্ন ক্ষরিল, এ লোকটি কে শিবানি ? তোমাকে সঙ্গে করে ইনিই এনেচেন ? ই"। আমাকেও এনেচেন এবং তোমাকেও সঙ্গে করে যিনি কাল রেখে গিয়েচেন, তিনি । নাম ? রাজেন । 顯 তোমরা দু’জনে কি এখন এক বাড়িতে থাকো ? সেই চেষ্টাই ত করচি। যদি থাকেন আমার ভাগ্য। ছ । ওকে এখানে এনেচ কেন ? কমল এ প্রশ্নের জবাব দিল না। শিবনাথও আর কোন প্রশ্ন করিল না, চোখ বুজিয়া পড়িয়া রহিল। বহুক্ষণ নিঃশব্দে কাটার পরে শিবনাথ জিজ্ঞাসা করিল, আমার সঙ্গে তোমার আর কোন সম্বন্ধ নেই এ-কথা তুমি কার মুখে শুনলে ? আমি বলেচি, এই কি লোকেরা বলে নাকি ? কমল ইহার জবাব দিল না, কিন্তু এবার সে নিজেই প্রশ্ন করিল, আমাকে যে তুমি বিয়ে করনি সে আমি না বিশ্বাস করে থাকি তুমি ত করতে ? চলে আসবার সময় এ-কথাটা বলে এলে না কেন ? তোমাকে আটকাতে পারি, কেঁদে-কেটে মাথা খুড়ে অনর্থ ঘটাতে পারি, এই কি তুমি ভেবেছিলে ? এ যে আমার স্বভাব নয় সে ত ভাল করেই জানতে ; তবে কেন করনি তা ? * শিবনাথ কয়েকমুহূৰ্ত্ত নীরবে থাকিয়া বলিল, কাজের ঝঞ্চাটে, ব্যবসার খাতিরে দিন-কতক একটা আলাদা বাসা করলেই কি ত্যাগ করা হয় ? আমি ত ভেবেছিলাম—- To শিবনাথের মুখের কথা অসমাপ্ত রহিয়া গেল। কমল থামাইয়া দিয়া বলিল, থাক্ থাক, ও আমি জানতে চাইনি। কিন্তু বলিয়া ফেলিয়াই সে নিজের উত্তেজনায় নিজেই লজ্জা পাইল। কিছুক্ষণ নীরবে থাকিয়া আপনাকে শাস্ত করিয়া লইয়া অবশেষে জিজ্ঞাসা করিল, তোমার কি সত্যিই অসুখ করেছিল ? সত্যি না ত কি ? সত্যি যদি এই, আমার ওখানে না গিয়ে আগুবাবুর বাড়িতে গেলে কিসের জন্ত ? তোমার একটা কাজ আমাকে ব্যথা দিয়েচে, কিন্তু অন্তটা আমাকে অপমানের একশেষ করেচে। আমি দুঃখ পেয়েচি গুনে তুমি মনে মনে হাসবে জানি, কিন্তু এই ఫి8న