পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎসাহিত্য সংগ্ৰহ হরেক্স কহিল, এই-সব শুনে আপনি হয়ত মনে মনে হাসচেন, না ? কমল শুধু মাথা নাড়িয়া জানাইল, না। হরেক্স বলিল, আমি প্রায়ই যাই আপ্তবাবুকে দেখতে ; ওঁরা দুজনেই আপনার খবর জানতে চাইছিলেন। বৌদির ত আগ্রহের সীমা নেই—একদিন যাবেন ওখানে ? কমল তৎক্ষণাৎ সন্মত হইয়া কহিল, আজই চলুন না হরেনবাবু, তাদের দেখে আসি । 鬱 আজই যাবেন ? চলুন। আমি একটা গাড়ী নিয়ে আসি। অবশ্ব যদি পাই। এই বলিয়া সে ঘর হইতে বাহির হইয়া যাইতেছিল, কমল তাহাকে ফিরিয়া ডাকিয়া বলিল, গাড়ীতে দুজনে একসঙ্গে গেলে আশ্রমের বন্ধুরা হয়ত রাগ করবেন। হেঁটেই যাই চলুন। হরেন্দ্র ফিরিয়া দাড়াইয়া কহিল, এর মানে ? মানে নেই—এমনি। চলুন যাই ।

  • >:ని হরেক্স ও কমল আগুবাবুর গৃহে আসিয়া যখন উপস্থিত হইল তখন বেলা অপরায়ুপ্রায়। শয্যার উপরে অর্ধশায়িতভাবে বসিয়া অসুস্থ গৃহস্বামী সেইদিনের পাইয়োনিয়ার কাগজখানা দেখিতেছিলেন। দিনকয়েক হইতে আর জর ছিল না, অন্যান্ত উপসর্গও সারিয়া আসিতেছিল, শুধু শরীরের দুর্বলতা যায় নাই। ইহার ঘরে প্রবেশ করিতে কাগজ ফেলিয়া উঠিয়া বসিলেন, কি যে খুশি হইলেন সে তাহার মুখ দেখিয়া বুঝা গেল। তাহার মনের মধ্যে ভয় ছিল কমল হয়ত আসিবে না। তাই হাত বাড়াইয়া তাহাকে গ্রহণ করিয়া কহিলেন, এস, আমার কাছে এসে ব’স । এই বলিয় তাহাকে খাটের কাছেই যে চৌকিট ছিল তাহাতে বসাইয়া দিলেন ; বলিলেন, কেমন আছ বল ত কমল ? ,

কমল হাসিমুখে জবাব দিল, ভালই ত আছি। আপ্তবাবু কহিলেন, সে কেবল ভগবানের আশীৰ্ব্বাদ । নইলে যে দুর্দিন পড়েচে তাতে কেউ যে ভাল আছে তা ভাবতেই পারা যায় না। এতদিন কোথায় ছিলে ১৬৪