পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ এই সেদিনের কথা, হরেন্দ্রর সমস্তই মনে ছিল ; একটু লজ্জ পাইয়া বলিল, মিথ্যে নয় ; কিন্তু এ ধারণ ত একদিন অনেকেরই ছিল। বোধ হয় ছিল না শুধু আপ্তবাবুর ; কিন্তু তাকেও একদিন বিচলিত হতে দেখেছি। আমার নিজের কথাটাই ধরুন না—আজি ত আর প্রমাণ দিতে হবে না, কিন্তু সেদিনের কষ্টি-পাথরে ঘষে ভক্তি-শ্রদ্ধা যাচাই করতে চাইলে আমিই বা দাড়াই কোথায় ? কমল জিজ্ঞাসা করিল, রাজেনের খোজ পেলেন ? হরেঞ্জ বুঝিল, এইসকল হৃদয়-সম্পর্কিত আলোচনা আর একদিনের মত আজও স্থগিত রহিল। বলিল, না এখনো পাইনি। ভরসা আছে এসে উপস্থিত হলেই পাবো । কমল বলিল, সে আমি জানতে চাইনি, পুলিশের জিন্মায় গিয়ে পড়েচে কি না এই খোজটাই আপনাকে নিতে বলেছিলুম। হরেন্দ্ৰ কহিল, নিয়েচি। আপাততঃ তাদের আশ্রয়ে নেই। গুনিয়া কমল নিশ্চিন্ত হইতে পারিল না বটে, কিন্তু স্বস্তি বোধ করিল। জিজ্ঞাসা করিল, তিনি কোথায় গেছেন এবং কবে গেছেন, মুচীদের পাড়ায় চেষ্টা করে একটু খোজ নিলে কি বার করা যায় না ? হরেনবাবু, র্তার প্রতি আপনার স্নেহের পরিমাণ জানি, এ-সকল প্রশ্ন হয়ত বাহুল্য মনে হবে, কিন্তু ক'দিন থেকে এ-ছাড়া কিছু আর আমি ভাবতেই পারিনে, আমার এমনি দশা হয়েচে । এই বলিয়া সে এমনি ব্যাকুলচক্ষে চাহিল যে, হরেন্দ্র অত্যন্ত বিস্মিত হইল। কিন্তু পরক্ষণেই সে মুখ নামাইয়া পূৰ্ব্বের মতই সেলাইয়ের কাজে আপনাকে নিযুক্ত করিয়া দিল। হরেন্দ্র নিঃশব্দে দাড়াইয়া রহিল। এইসময়ে এক-একটা প্রশ্ন তাহার মনে আসে, কৌতুহলের সীমা নাই—মুখ দিয়া কথাটা বাহির হইয়া পড়িতেও চায়, কিন্তু নিজেকে সীমলাইয়া লয়। কিছুতেই স্থির করিতে পারে না, এ জিজ্ঞাসার ফল কি হইবে। এইভাবে পাচ-সাত মিনিট কাটার পরে কমল নিজেই কথা কহিল। সেলাইট পাশে নামাইয়া রাখিয়া একটা সমাপ্তির নিশ্বাস ফেলিয়া বলিল, থাকৃ আজ আর না। এই বলিয়া মুখ তুলিয়া আশ্চৰ্য্য হইয়া কহিল, এ কি দাড়িয়ে আছেন যে ! একটা চৌকি টেনে নিয়ে বসতেও পারেননি ? বসতে ত আপনি বলেননি। বেশ যা হোক ! বলিনি বলে বসবেন না ! না। না বললে বসা উচিত নয়। ' কিন্তু দাড়িয়ে থাকতেও ত বলিনি—দাড়িয়েই বা আছেন কেন ? এ যদি বলেন ত আমার না-দাড়ানই উচিত ছিল। ক্রটি স্বীকার করচি। ט\ף ל