পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন কিন্তু কেস ত অনুমানে ভর করে বিচার করা যায় না হরেনবাবু, রীতিমত সাক্ষ্যপ্রমাণ হাজির করতে হয়। সে করবে কে ? তারা নিজেরাই করবে। সাক্ষ্য-প্রমাণ নিয়ে প্রস্তুত হয়েই আছে, হাক দিলেই হাজির হয়। কমল জবাব দিল না, মুখ তুলিয়া চাহিয়া একটুখানি হাসিল । তাহার পরে সমাপ্ত ও অসমাপ্ত সেলাইয়ের কাজগুলা একে একে পরিপাটি ভাজ করিয়া একটা বেতের টুকরিতে তুলিয়া রাখিয়া উঠিয়া দাড়াইল । কহিল, আপনার বোধ করি চা খাবার সময় হয়েচে হরেনবাবু, একটুখানি চা তৈরী করে আনি, আপনি বন্ধন। হরেন কহিল, বসেই ত আছি । কিন্তু জানেন ত চা খাবার আমার সময় অসময় নেই, কারণ পেলেই খাই, না পেলে খাইনে। ওর জন্য কষ্ট পাবার প্রয়োজন নেই। একটা কথা জিজ্ঞেস করব ? স্বচ্ছন্দে । অনেকদিন আপনি কোথাও যাননি। ওটা কি ইচ্ছে করেই বন্ধ করেচেন ? কমল আশ্চৰ্য্য হইয়া বলিল, না। আমার মনেও হয়নি । তা হলে চলুন না আজ আশুবাবুর বাড়ি থেকে একটু ঘুরে আসি। তিনি সত্যিই খুব খুশি হবেন। সেই অসুখের মধ্যেই একবার গিয়েছিলেন, এখন তিনি ভাল আছেন। শুধু ডাক্তারের নিষেধ বলে বাইরে আসেন না, নইলে হয়ত একদিন নিজেই এসে উপস্থিত হতেন। * কমল বলিল, তার পক্ষে আশ্চৰ্য্য নয়। যাওয়া আমারই উচিত ছিল, কিন্তু কাজের ঝঞ্জাটে যেতে পারিনি। অন্যায় হয়ে গেছে । তা হলে আজই চলুন না ? இந் চলুন। কিন্তু সন্ধ্যেটা হোক। আপনি বসুন, চট করে একবাট চা নিয়ে আসি । বলিয়া সে বাহির হইয়া গেল । সন্ধ্যার প্রায়ান্ধকারে উভয়ে পথে বাহির হইলে হরেন্দ্র বলিল, একটু বেলা থাকতে গেলেই ভাল হ’তো । কমল কহিল, হ’তে না । চেনা লোক, কেউ হয়ত দেখে ফেলতো। দেখলেই বা । ওসব আমি আর এখন গ্রাহ্য করিনে । , কিন্তু আমি এখন গ্রাহ্য করি । হরেক্স মনে করিল পরিহাস, কছিল, কিন্তু এই চেনা-লোকেরাই যদি শোনে আপনি আমার সঙ্গে একলা বার হতে আজকাল সঙ্কোচ-বোধ করেন, কি তারা ভাবে ? ' . אף כי قل جسسه