পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেধ প্রশ্ন আসবো । আজ যাই । এসো। গাড়ীটা নীচেই আছে, তোমাকে পৌঁছে দেবে বলেই বাসদেওকে এখনো ছুটি দিইনি। অজিত, তুমিও কেন সঙ্গে যাও না, ফেরবার পথে তোমাদের আশ্রমে তোমাকে নামিয়ে দিয়ে আসবে? উভয়ে তাহাকে নমস্কার করিয়া বাহির হইয়া আসিল । বেলা সঙ্গে সঙ্গে গাড়ীর কাছে আসিয়া কহিল, আপনার সঙ্গে আলাপ করবার আজ সময় হ’লে না, কিন্তু এবার যেদিন দেখা হরে আমি ছাড়বো না । কমল হাসিয়া ঘাড় নাড়িয়া কহিল, সে আমার সৌভাগ্য। কিন্তু ভয় হয় পরিচয় পেয়ে না আপনার মত বদলায় । গাড়ীর মধ্যে দুজনে পাশাপাশি বসিল। রাস্তার মোড় ফিরিলে কমল কহিল, সেদিনের রাতটাও এমনি অন্ধকার ছিল—মনে পড়ে ? পড়ে। সেদিনের পাগলামি ? তাও মনে পড়ে। আমি রাজি হয়েছিলুম সে মনে আছে ? অজিত হাসিয়া কহিল, না । কিন্তু আপনি যে বিদ্রুপ করেছিলেন সে মনে আছৈ ঃ কমল বিস্ময় প্রকাশ করিয়া কহিল, বিন্দ্রপ করেছিলুম ? কই না ! নিশ্চয় করেছিলেন । কমল কহিল, তা হলে আপনি ভুল বুঝেছিলেন। সে যাক, আজ ত আর করচিনে—চলুন না, আজই দুজনে চলে যাই ? দ্যুৎ। আপনি ভারি দুষ্ট । কমল হাসিয়া ফেলিল, কহিল, দুষ্ট, কিসের? আমার মত এমন শান্ত স্থবোধ কে আছে বলুন ত ? হঠাৎ হুকুম করলেন, কমল, চল যাই, তখখুনি রাজি হয়ে বললুম, চলুন। কিন্তু সে ত শুধু পরিহাস । কমল বলিল, বেশ, তা না হয় পরিহাসই হ’লে, কিন্তু হঠাৎ অপরাধটা কি করেচি বলুন ত? ডাকতেন তুমি বলে, আরম্ভ করেচেন আপনি বলতে । কত দুঃখে কষ্ট্রে দিন চলে—আপনাদেরই জামা-কাপড় সেলাই করে কোনমতে হয়ত দুটি খেতে পাই, Ꮌbr☾