পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/২১৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন একটুখানি থামিয়া কহিলেন, তুমি ত কমলের একজন বড় ভক্ত ; বল ত লে নিজে এ-ক্ষেত্রে কি করত ? কি জবাব দিত ? তাইত সেদিন যখন ওদের দুজনের আলাপ করিয়ে দিই, তখন এই কথাটাই জোর দিয়ে বলেছিলাম, কমল, তোমার মত করে ভাবতে, তোমার মত সাহসের পরিচয় দিতে কেবল একটি মেয়েকেই দেখেচি, সে এই বেলা । নীলিমার দুই চক্ষু সহসা ব্যথায় ভরিয়া আসিল, কহিল, সে বেচারা ভদ-সমাজের বাইরে, লোকালয়ের'বাইরে পড়ে আছে, তাকে আপনাদের টানাটানি করা কেন ?" আপ্তবাবু ব্যস্ত হইয়া উঠিলেন, না না, টানাটানি নয় নীলিমা, এ শুধু একটা উদাহরণ দেওয়া । নীলিমা কহিল, ওই ত টানাটানি। এইমাত্র বলছিলেন তাঁর সকল কথা বোঝাও যায় না, মানাও চলে না। চলে না কিছুই, চলে কি শুধু উদাহরণ দেওয়া ? র্তাহার কথার মধ্যে দোষের কি আছে আগুবাবু ভাবিয়া পাইলেন না। ক্ষুন্নকণ্ঠে বলিলেন, যেজন্তই হোক, আজ তোমার মন বোধ হয় খুব খারাপ হয়ে আছে। এ-সময়ে আলোচনা করা ভাল নয়। নীলিমা এ-কথা কানে তুলিল না, বলিল, সেদিন আপনি ওঁদের বিবাহ-বিচ্ছেদের মত দিয়েছিলেন এবং আজ অসঙ্কোচে কমলের দৃষ্টান্ত দিলেন। ওঁর অবস্থায় কমল কি করত তা সে-ই জানে, কিন্তু তার দৃষ্টান্ত সত্যি করে অমুসরণ করতে গেলে আজ ওঁকে কুলী-মজুরের জামা সেলাই করে আহার সংগ্রহ করতে হতো–তাও হয়ত সবদিন জুটতো না । কমল আর যাই করুক, যে স্বামীকে সে লাঞ্ছনা দিয়ে ঘূণীয় ত্যাগ করেচে, তারই দেওয়া অল্পের গ্রাস মুখে তুলে, তারই দেওয়া বস্ত্রে লজ্জা নিবারণ করে বঁাচতে চাইত না । নিজেকে এতখানি ছোট করার আগে সে আত্মহত্যা করে মরতো । আশুবাবু জবাব দিবেন কি, অভিভূত হইয়া পড়িলেন এবং বেলা ঠিক যেন বজাহতের স্তায় নিশ্চল হইয়া রহিল। নীলিমার হাসি-তামাসা করিয়াই দিন কাটে, সকলের মুখ চাহিয়া থাকাই যে তাহার কাজ, সে যে সহসা এমন নিৰ্ম্মম হইয়া উঠিতে পারে দুজনের কেহই তাহা উপলব্ধি করিতে পারিলেন না। নীলিমা ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, আপনাদের মজলিশে আমি বসিনে, কিন্তু যাদের নিয়ে যে-সকল প্রসঙ্গের আলোচনা চলে সে আমার কানে আসে। নইলে কোন কথা হয়ত আমি বলভূম না। কমল একটাদিনের জন্যও শিবনাথের নিন্দ করেনি, একটা লোকের কাছেও তার দুঃখের নালিশ জানায়নি—কেন জানেন ? ఇతి(t