পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎসাহিত্য-সংগ্ৰহ কিন্তু ইহারও উত্তরে যখন তিনি কিছুই বলিলেন না, তখন সে সত্যই ভারি অাশ্চৰ্য্য হইল এবং ভয় পাইল । বেলা যাইবার জন্ত পা বাড়াইয়াছিল, উঠিয়া দাড়াইয়া বিনয়-বচনে কহিল, আণনি আসবেন জানলে মালিনীর নিমন্ত্রণটা আজ কিছুতেই নিতুম না, কিন্তু এখন না গেলে তারা ভারি হতাশ হবেন । কমল জিজ্ঞাসা করিল, মালিনী কে ? নীলিমা জবাব দিল, বলিল, এখানকার ম্যাজিষ্ট্রেটসাহেবের স্ত্রী, নামটা বোধ হয় তোমার স্মরণ নেই । বেলাকে উদ্দেশ করিয়া কহিল, সত্যই আপনার যাওয়া উচিত। না গেলে তাদের গানের আসরটা একেবারে মাটি হয়ে যাবে। না না, মাটি হবে না—তবে ভারি ক্ষুণ্ণ হবেন তারা । শুনেচি আরও দু-চারজনকে আহবান করেচেন। আচ্ছা, আজ তা হলে আসি, আর একদিন আলাপ হবে। নমস্কার। বলিয়া সে একটু ব্যগ্রপদেই বাহির হইয়া গেল। নীলিমা কহিল, ভালই হয়েচে যে আজ ওঁর বাইরে নিমন্ত্রণ ছিল, নইলে সব কথা খুলে বলতে বাধত। ই কমল, তোমাকে আমি আপনি বলতুম, না তুমি বলে ডাকতুম ? কমল কহিল, তুমি বলে। কিন্তু এমন নিৰ্ব্বাসনে যাইনি যে এর মধ্যেই তা ভুলে গেলেন। 劇 না ভুলিনি, শুধু একটু খটকা বেধেছিল । বাধবারই কথা । সে যাক। সাতআটদিন থেকে তোমাকে আমরা খুজছিলুম। আমরা কিন্তু ঠিক খোজা নয় পাবার জন্ত যেন মনে মনে তপস্যা করছিলুম। কিন্তু তপস্তার শুষ্ক গাম্ভীৰ্য্য তাহার মুখে নাই, তাই অকৃত্রিম স্নেহের মিষ্টি একটুখানি পরিহাস কল্পনা করিয়া কমল হাসিয়া কহিল, এ সৌভাগ্যের হেতু ? আমি তো সকলের পরিত্যক্ত দিদি, ভদ্রসমাজের কেউ তো আমাকে চায় না। এই সম্ভাষণটি নূতন। নীলিমার দুই চোখ হঠাৎ ছল ছল করিয়া আসিল, কিন্তু সে চুপ করিয়া রহিল। আগুবাবু থাকিতে পারিলেন না, মুখ ফিরাইয়া বলিলেন, ভদ্রসমাজের প্রয়োজন হয় ঠে। এ স্থস্থযোগের জবাব তারাই দেবে, কিন্তু আমি জানি জীবনে কেউ যদি BBBB BB DD BBB BBB BB B BBBS BBB BBBBB DDD তুমি কারও স্বখনে পাওৰি কমল । কমল কহিল, সে আমি জানি। ૨રાત