পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ • " নরেন মুখ তুলে ধীরে ধীরে বললে, সে কথখনে তোমাকে নেবে না। সে চিন্তা কেন করচ ভাই? নিন না নিন সে তার ইচ্ছে। কিন্তু আমাকে তিনি ক্ষমা করবেন, এ-কথা নিশ্চয় বলতে পারি। 瞬 * ক্ষমা ! না নিলে ক্ষমা করা, না-করা দুই-ই সমান। তখন তুমি কোথায় যাবে বল ত ? সমস্ত পাড়ার মধ্যে কতবড় একটা বিশ্ৰী হৈ-চৈ গণ্ডগোল পড়ে যাবে, একবার ভেবে দেখ দিকি ! 疊 蝎 ஆ. ச ভয়ে কঁাদ কঁাদ হয়ে বললুম, সে ভাবনা তুমি এতটুকু ক’রো ন নরেনদাদা। তখন তিনি আমার উপায় করে দেবেন। சி - 幡 নরেন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আর তোমারই না হয় একটা উপায় করবেন, কিন্তু আমার ত করবেন না । তখন ? 唱 .. এ-কথার কি যে জবাব দেব ভেবে পেলুম না। বললুম, তাতেই বা. তোমার छझ कि ? নরেন স্নানমুখে জোর করে একটু হেসে বললে, ভয় ? এমন কিছু নয়, পাঁচ-সাত্ত বছরের জন্তে জেল খাটতে হবে । শেষকালে এমন করে তুমি আমাকে ডোবাবে জানলে, আমি এতে হাতই দিতুম না । মনের এতটুকু স্থিরতা নেই ; এ কি ছেলেখেলা ? 曲 - আমি কেঁদে ফেলে বললুম, তবে আমার কি উপায় হবে ভাই ? আমার সমস্ত অপরাধ তার পায়ে নিবেদন না করে ত আমি কিছুতে বাঁচব না ! 藏 নরেন দাড়িয়ে উঠে বললে, শুধু নিজের কথাই ভাবচ, আমার বিপদ ত ভাবচ না ? এখন সবদিক না বুঝে আমি কোন কাজ করতে পারব না। ও কি, বাসায় যাচ্চ না কি ? एं । রাগে, দুঃখে, হতাশ্বাসে আমি মাটিতে লুটিয়ে পড়ে মাথা কুটে কঁদিতে লাগলুম— তুমি সঙ্গে না যাও, এইখান থেকে আমার যাবার উপায় করে দাও, আমি একলা ফিরে যাব । ওগো, আমি তার দিব্যি করে বলচি আমি কারুর নাম করব না, কাউকে বিপদে জড়বি না, সমস্ত শাস্তি এক মাথা পেতে নেব । তোমার দুটি পায়ে পড়ি নরেনা, আমাকে আটকে রেখে আমার আর সর্বনাশ করে না। মুখ তুলে দেখি, ঘরে সে নেই, পা টিপে টিপে বেরিয়ে গেছে। ছুটে গিয়ে সদর-দরজায় দেখি তালা বন্ধ। উড়ে-বামুন বললে, বাৰু চাবি নিয়ে চলে গেছেন, কাল সকালে এসে খুলে দেবেন। • א9א