পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ আজ ইউরোপবাসীরা অহঙ্কার করিয়া বলে, তাহারা যেমন নারীর dignity বোঝে, এমন আর কেহ নহে। অথচ, নারীজাতিকে গত ১৩১৪ শত বৎসর ধরিয়া যেরূপ অসহ ঘৃণা করিয়াছে, যত ক্লেশ দিয়াছে, যত অবনত করিয়াছে, তত আর কোন জাতি করিয়াছে কি-না সন্দেহ। ইহাদের sacredotal celibacyর ইতিহাস, চার্চের ইতিহাস প্রভৃতির পাতায় পাতায় যে পুণ্য-কাহিনী লিপিবদ্ধ হইয়া আছে, তৎসত্বেও ইহাদের মুখের শ্রদ্ধা-ভক্তির কথা উপহাস ব্যতীত যে আর কি হইতে পারে জানি না । যে ধৰ্ম্ম বনিয়াদ গড়িয়াছে, আদিম জননী ইভার পাপের উপর, যে ধৰ্ম্ম সংসারের সমস্ত অধঃপতনের মুলে নারীকে বসাইয়া দিয়াছে, সে ধৰ্ম্ম সত্য বলিয়া যে কেহ অস্তরের মধ্যে বিশ্বাস করিয়াছে, তাহার সাধ্য নয় নারীজাতিকে শ্রদ্ধার চোখে দেখে। তাহার শ্রদ্ধা শুধু ততটুকুই হইতে পারে যতটুকুতে নিজের স্বার্থ জড়িত হইয়া আছে। তাহার অধিক শ্রদ্ধাই বল, ন্যায্য অধিকারই বল, সহস্ৰ বৎসর পূৰ্ব্বেও পুরুষে দেয় নাই, সহস্ৰ বৎসর পরেও দিবে না । মিল সাহেব তাহার Subjection of Women stag ‘isolated fact’ &foll fool of of ol গিয়াছেন । শুনিতে পাই, এক মহানিৰ্ব্বাণতন্ত্রের ‘কন্যাপ্যেবং পালনীয়া শিক্ষণীয়াতিযত্নতঃ” আদেশ ছাড়া আর কোন শাস্ত্রেই নারীকে শিক্ষা দিবার হুকুম নাই। স্বৰ্গীয় অক্ষয় দত্ত মহাশয় তাহার ‘ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়’ গ্রন্থের উপক্রমণিকা খণ্ডে ইহার বিরুদ্ধে বিস্তর আলোচনা করিয়া দেখাইয়াছেন, প্রাচীনকালে স্ত্রীলোক বেদ পৰ্য্যন্ত তৈরী করিয়া গিয়াছেন। কিন্তু এ-সমস্ত তর্ক কোন কাজেই লাগে না, পুরুষ যখন শাস্ত্রের “ক্রয়ী ন শ্রুতিগোচরা” শ্লোকের সন্ধান পাইয়াছে। ইউরোপের কোন tarp ziữR {{IfEFF fềforsti firstCER Shall the maid Olympias learn philosophy 2 By no means, Woman's philosophy is to obey laws of marriage. Nissa Motia Fátíð ‘fool, No gown worse becomes a woman than the desire to be wise. Štos; cott goi প্রচলিত বাক্য আছে, জ্ঞান যেমন পুরুষের শোভা বৃদ্ধি করে, অজ্ঞান তেমনি স্ত্রীলোকের সৌন্দর্ঘ্য বৃদ্ধি করে। ইহার পর সে আর পুরুষের হাত হইতে কি মঙ্গল আশা করিতে পারে? কবে উৰ্ব্বশী বেদ রচনা করিয়া গিয়াছেন, কেন শ্রেীতস্থত্রে পত্নীকে বেদ প্রদান করিবার কথা ছিল, স্বামী প্রবাসে থাকিলে কি-হেতু দশ পৌর্ণ-মাস ব্লতে স্ত্রীর হোম করিবার অধিকার হইয়াছিল, বৃহদারণ্যকোপনিষদের WX28