পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-পরিচয় শেষ প্রশ্ন প্রথম প্রকাশ–“ভারতবর্ষ মাসিক পত্রে ধারাবাহিকভাবে :–১৩৩৪ বঙ্গাব্দ, শ্রাবণ—কাৰ্ত্তিক, মাঘ—চৈত্র ; ১৩৩৫ বঙ্গাবা, জ্যৈষ্ঠ—শ্রাবণ, কাৰ্ত্তিক, পৌষ ও ফান্ধন ; ১৩৩৬ বঙ্গাবা, বৈশাখ, শ্রাবণ, কাৰ্ত্তিক, পৌষ, ফান্ধন ও চৈত্র ; ১৩৩৮ বঙ্গাব্দ, বৈশাখ। পুস্তকাকারে প্রকাশ–বৈশাখ, ১৩৩৮ বঙ্গাব্দ (২রা মে, ১৯৩১ ) । গ্রন্থকারকর্তৃক পরিমার্জিত ও বিশেষভাবে প্রথমাংশে পরিবর্তিত হইয়া প্রকাশিত । স্বামী প্রথম প্রবণশ–১৩২৪ বঙ্গাব্দ, শ্রাবণ ও ভাদ্র সংখ্যা “নারায়ণ’ মাসিক পত্রে । পুস্তকাকারে প্রকাশ–ফাঙ্কন, ১৩২৪ বঙ্গাব্দ ( ১৮ই ফেব্রুয়ারী, ১৯১৮) । ‘একাদশী বৈরাগী’ নামক গল্পটীও ইহার সহিত সন্নিবেশিত হয়। একাদশী বৈরাগী প্রথম প্রকাশ–১৩২৪ বঙ্গাব্দ, কাৰ্ত্তিক সংখ্যা ‘ভারতবর্ষ’ মাসিক পত্রে । পুস্তকাকারে প্রকাশ–ফাল্গুন, ১৩২৪ বঙ্গাব, ‘স্বামী’ গল্পের সহিত একত্র প্রকাশিত হয় । मांज्ञौज्ञ शूला প্রথম প্রকাশ—১৩২০ বঙ্গাব্দ, বৈশাখ-আষাঢ় ও ভাদ্র–আশ্বিন সংখ্য যমুনা” মাসিক পত্রিকায় । এই ধারাবাহিক অংশগুলি ‘শ্ৰীমতী আনিলা দেবী’ ছদ্মনামে প্রকাশিত । পুস্তকাকালে প্রকাশ–চৈত্র, ১৩৩০ বঙ্গাব্দ ( ১৮ই মার্চ ১৯২৪)। 8 R&