পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&# &# কমল বলিল হ্যা । অজিত জিজ্ঞাসা করিল, আপনি নিজেই রণধেন বুঝি ? কিন্তু কই, আজকে রাধবার ত সময় পাননি ? কমল কহিল, না । অজিত ইতস্ততঃ করিতে লাগিল। কমল তাহার মুখের প্রতি চাহিয়া হাসিমুখে বলিল, এবার জিজ্ঞাসা করুন—তা হলে আপনি থাবেন কি ? তার জবাবে আমি বলব, রাত্রে আমি খাইনে। সমস্তদিনে কেবল একটিবার মাত্ৰ খাই। কেবল একটিবার মাত্র ? কমল কহিল, ই । কিন্তু এর পরেই আপনার মনে হওয়া উচিত, তাই যদি হ’লো, তবে শিবনাথবাবু বাড়ি এসে থাবেন কি ? তার খাওয়া ত দেখেচি–সে ত আর এক-আধবারের ব্যাপার নয় ? তবে ? এর উত্তরে আমি বলব, তিনি ত আপনাদের বাড়িতেই খেয়ে আসেন, র্তার ভাবনা কি ? আপনি বলবেন, তা বটে, কিন্তু সে ত প্রত্যহ নয়। শুনে আমি ভাববো এ-কথার জবাব পরকে দিয়ে লাভ কি ? কিন্তু তাতেও আপনাকে নিরস্ত করা যাবে না। তখন বাধ্য হয়ে বলতেই হবে অজিতবাবু, আপনাদের ভয় নেই, তিনি এখানে আর আসেন না । শৈব-বিবাহের শিবানীর মোহ বোধ হয় তার কেটেচে। অজিত সত্যসত্যই এ-কথার অর্থ বুঝিতে পারিল না। গভীর বিস্ময়ে তাহার মুখের পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, এর মানে ? আপনি কি রাগ করে বলচেন ? কমল কহিল, না রাগ করে নয়। রাগ করবার বোধ হয় আজ আমার জোর নেই। আমি জানভূম পাথর কিনতে তিনি জয়পুরে গেছেন, আপনার কাছেই প্রথম খবর পেলাম আগ্রা ছেড়ে আজও তিনি যাননি। চলুন ও-ঘরে গিয়ে বলি গে। এ-ঘরে আসিয়া কমল বলিল, এই আমাদের শোবার ঘর। তখনও এর বেশি একটা জিনিসও এখানে ছিল না—আজও তাই আছে। কিন্তু সেদিন এদের চেহারা দেখে থাকলে আজ আমাকে বলতেও হ’তো না যে আমি রাগ করিনি । কিন্তু আপনার যে ভয়ানক রাত হয়ে যাচ্ছে অজিতবাবু? আর ত দেরি করা চলে না । অজিত উঠিয়া দাড়াইয়া কহিল, ই, আজ তা হলে আমি যাই। কমল সঙ্গে সঙ্গে উঠিয়া দাড়াইল । অজিত কছিল, যদি অনুমতি করেন ত কাল আসি । ই, আসবেন । বলিয়া সে পিছনে পিছনে নীচে নামিয়া আসিল । (సి عb-سمRچ