পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিবেদন இ. শরৎ-সাহিত্য-সংগ্রহের নবম সম্ভার’ প্রকাশিত হইল। বৰ্ত্তমান প্রকাশনের বৈশিষ্ট্যপূর্ণ শুভ-সংবাদ হইতেছে যে, এই খণ্ডটা আমাদের নব-প্রতিষ্ঠিত মুদ্রণালয় শরৎ-প্রকাশ মুদ্রণী হইতে মুদ্রিত হইয় প্রকাশিত হইল । সুঠু ও শোভনভাবে যাহাতে সংগ্রহসমূহ প্রকাশ করা যায় তাহার জন্য যে-সকল সহৃদয় ব্যক্তি পরামর্শ ও সহযোগিতার দ্বারা আমাকে নানাভাবে সাহায্য করিয়াছেন তাহাদিগকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। বিশেষ করিয়া সঙ্কলন ও প্রকাশ এবং নব-প্রতিষ্ঠিতমুদ্রণালয় স্থাপন-ব্যবস্থায় অকুণ্ঠ ও অক্লান্ত সহযোগিতার জন্য ঐরবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। পরিশেষে পরোক্ষ সহযোগিতার জন্য বাঙলার বিদগ্ধ পাঠক-সমাজ ও শরৎ-সাহিত্যানুরাগিগণের প্রতি আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি । বুদ্ধ-পুর্ণিমা ১০ই জ্যৈষ্ঠ, ১৩৬৩ বঙ্গাব্দ مميسي )R} 4 للإهماله শরৎ-স্মৃতি-মন্দির ২৪ অশ্বিনী দত্ত রোড, কলিকাতা-২৯