পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রই শিরোমণি ঘাড় মাড়িয়া কহিলেন, তার আর কথা কি ! কিন্তু ব্যাপারটা যেন খিচুড়ি-পাকিয়ে গেল—না গেল একে ধরা, না গেল তাকে মারা । তোমার কি ভায়া-পয়সার জোর আছে—কিন্তু বাঘের গর্তের মুখে ফাদ পাততে গিয়ে না শেষে মারা পড়ি । জনাৰ্দ্দন একটু রুক্ষ-কণ্ঠে কহিলেন, আপনি কি ভয় পেয়ে এলেন না-কি ? শিরোমণি বলিলেন, না না, ভয় নয়, কিন্তু তুমিও যে খুব ভরসা পেয়ে এলে, তা ত তোমার মুখ দেখেও অনুভব হচ্চে না । হুজুর ত কানকাট সেপাই— কথাও যেমন হেঁয়ালি, কাজও তেমনি অদ্ভুত । ও যে ধরে গলা টিপে মদ খাইয়ে দেয়নি এই আশ্চৰ্য্য। এককড়ির মুখে ঠাকরুণটির হুমকিও ত শুনলে ? আমিই মেলা কথা কয়ে এসেচি—ভাল করিনি । কি জানি, এককোড়ে ব্যাট ভেতরে ভেতরে সব বলে দেয় না কি । দুয়ের মাঝে পড়ে শেষকালে না বেড়াজালে ধরা পড়ি ! জনাৰ্দ্দন উদাস-কণ্ঠে কহিলেন, সকলই চণ্ডীর ইচ্ছা । বেলা হয়ে গেল—ও-বেলায় একবার আসবেন । তা আসবো । গলির মোড় ফিরিতে বা দিকে গাছের ফাকে মন্দিরের অগ্রভাগ দেখা দিতেই বুদ্ধ শিরোমণি হাত তুলিয়া যুক্তকরে প্রণাম করিলেন, কানে এবং নাকে হাত দিলেন, কিন্তু অক্ষুটে কি প্রার্থনা ষে করিলেন তাহা শোনা গেল না। তার পরে ধীরে ধীরে বাড়ি চলিয়া গেলেন । పె8 অন্যান্য স্থানের মত চণ্ডীগড়েও দিন আসে যায়, বাহির হইতে কোন বিশেষত্ব নাই । দেবীর সেবা সমভাবে চলিতেছে, গ্রাম-গ্রামাস্তর হইতে যাত্রীরা দল বাধিয়া তেমনি আদিতেছে, ধাইতেছে, মানস করিতেছে, পূজা দিতেছে, পাঠ কাটিতেছে, প্রসাদের ভাগ লইয়া পূজারীর সহিত তেমনি বিবাদ করিতেছে, এবং ঠিক তেমনি মুক্ত-কণ্ঠে আপনার প্যাতি ও প্রতিবেশীর অধ্যাতি প্রচার করিয়া দেহ ও মনের স্বাস্থ্য ও স্বাভাবিকতার প্রমাণ দিতেছে । বস্তুত: কোথাও কোন ব্যতিক্রম নাই ; বিদেশীর বুঝিবার জো নাই যে, ইতিমধ্যে হাওয়ার বদল হইয়াছে, এবং ঝঙ্কার পূৰ্ব্বক্ষণের ন্যায় চণ্ডীগড়ের মাথার আকাশ গোপন ভারে ধম্‌ধম্‌ করিতেছে। এ গ্রামের সাধারণ চাৰ-চুম্বারাও যে ঠিক নিশ্চয় করিয়া কিছু বুঝিয়া লইয়াছে তাহা 警穆