পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-পরিচয় হরিচরণ প্রথম প্রকাশ–১৩২১ সালের আষাঢ় সংখ্যা সাহিত্য’। পুস্তকের অন্তভুক্ত হইয়া প্রথম প্রকাশ–“কাশীনাথ’ পুস্তকের অস্তভুক্ত হইয়া ইহার প্রথম প্রকাশ হয় ১লা সেপ্টেম্বর, ১৯১৭ (ভাদ্র, ১৩২s ) । পরেশ প্রথম প্রকাশ—১৩৩২ সালের ভাদ্র মাসে প্রকাশিত পূজা-বাৰিৰী শরতের ফুল' এ প্রথম প্রকাশিত । পুস্তকের অন্তভূক্ত হইয়া প্রথম প্রকাশ–‘অন্তরাধী, সতী ও পরেশ’ পুস্তকের অন্তভূক্ত হইয়া ইহার প্রথম প্রকাশ হয় ১৮ই মার্চ, ১৯৩৪ ( ফাল্গুন, ১৩৪০ ) l আগামী কাল প্রথম প্রকাশ-প্রথম পরিচ্ছেদটি ‘অনাগত’ নামে ১৩৪২ সালের শ্রাবণ-সংখ্যা ‘বিচিত্রা’য় প্রথম প্রকাশিত। ঐ বৎসরেই চৈত্র-সংখ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের সহিত প্রথম পরিচ্ছেদটিও আগামী কাল এই পরিবর্তিত নামে পুনঃপ্রকাশিত হয়। সর্বসমেত মাত্র চারিটি পরিচ্ছেদ বিচিত্রায় প্রকাশিত হইয়াছিল। আগামী কাল’ নামটি বিচিত্র-সম্পাদক শ্রীউপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের দেওয়া। ইহা অসম্পূর্ণ। পুস্তকের অন্তর্ভুক্ত হইয়া প্রথম প্রকাশ-শরৎচন্দ্রের পুস্তকাকারে অপ্রকাশিত রচনাবলী’ পুস্তকের অন্তভূক্ত হইয়া ইহার প্রথম প্রকাশ হয়, শ্রাবণ, ১৩৫৮ সালে । רשאסי