পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ স্ত্রীলোক ইচ্ছা করিলে আসতে পারেন, আমরা সে বন্দোবস্ত করতে পারি। আপনার জ্যেষ্ঠা ভগিনীর ঠিকানা জানিতে পারিলে তাকেও সংবাদ দিতে পারি। স্বরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা করিয়া ব্ৰজবাবুর ঠিকানা কহিয়া দিল । আমার বাসা ব্ৰজবাবুর বাড়ির নিকটেই, আজ তাকে আপনার অবস্থা জানাব। .যদি ইচ্ছা করেন, তিনি দেখতে আসতে পারেন। স্বরেন্দ্র কথা কহিল না। মনে মনে বুঝিল—বড়দিদির আসা অসম্ভব। ছাত্রটি কিন্তু দয়াপরবশ হইয়া ব্ৰজবাবুকে সংবাদ দিল। ব্ৰজবাবু চমকিত হইলেন— বাচবে ত ? সম্পূর্ণ আশা আছে। বাড়ির ভিতর গিয়া কন্যাকে কহিলেন, মাধবী, যা ভাবছিলাম তাই হয়েছে। মুরেন গাড়িচাপা পড়ে হাসপাতালে আছে। মাধবীর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ শিহরিয়া উঠিল। তোমার নাম ক'রে নাকি বড়দিদি বলে ডাকছিল । তুমি দেখতে যাবে ? এই সময় পার্থের কক্ষে প্রমীলা ঝন ঝন্‌ করিয়া কি-সব ফেলিয়া দিল। মাধবী সেইদিকে ছুটিয়া গেল। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল, তুমি দেখে এসো, আমি যেতে পারব না । ব্ৰজবাবু দুঃখিতভাবে ঈষৎ হাসিয়া বলিলেন, সে বনের পশু, তার উপরে কি রাগ করে ? : মাধবী কথা কহিল না। তবে ব্ৰজবাবু একাকী স্বরেন্দ্রকে দেখিতে আসিলেন। দেখিয়া বড় দুঃখ হইল, কহিলেন, স্বরেন, তোমার পিতামাতাকে সংবাদ দিলে হয় না ? সংবাদ দিয়েছি । কোন ভয় নেই, তারা আসলেই একট। বন্দোবস্ত করে দেব । ব্ৰজবাবু টাকাকড়ির জন্য চিন্তা করিয়া কহিলেন, বরং আমাকে তাদের ঠিকানা বলে দাও, যাতে র্তাদের এখানে আসার পক্ষে কোনরূপ অসুবিধা না হয়, তা করে দেব । স্বরেন্দ্র কথাটা তেমন বুঝিল না। বলিল, বাবা আসবেন, অস্থবিধা আর কি षt८छ् । ব্ৰজবাবু বাড়ি ফিরিয়া মাধবীকে সমস্ত সংবাদ জ্ঞাত করাইলেন। 海 সেই অবধি নিত্য তিনি একবার করিয়া স্বরেন্দ্রকে দেখিতে যাইতেন। তাহার উপর একটা স্নেহ জন্সিয়াছিল। একদিন ফিরিয়া আসিয়া বলিলেন, মাধবী, তুমি ঠিক বুঝেছিলে, স্বরেনের পিতা বেশ অর্থবান লোক। Y& B