পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বড়দিদি মাধবী সাগ্রহে জিজ্ঞাসা করিল, কেমন করে জানলে ? তার পিতা একজন বড় উকিল; কাল রাত্রে তিনি এসেছেন। মাধবী মৌন হুইয়া রহিল। তাহার পিতা কহিলেন, স্বরেন বাড়ি থেকে পালিয়ে এসেছিল। কেন ? ব্রজরাজবাবু কহিলেন, তাহার পিতার সহিত আজ আলাপ হইল। তিনি সেকথা সমস্ত বলিলেন । এই বৎসর পশ্চিমের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সম্মানের সহিত স্বরেন এম. এ. পাশ করিলে বিলাত যাইতে চাহিয়াছিল, কিন্তু নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক বলিয়া তাহার পিতা সাহস করিয়া পাঠাইতে চাহেন নাই ; তাই রাগ করিয়া পলাইয়া আসিয়াছিল। সে ভাল হইলে তিনি বাট লইয়া যাইবেন । নিশ্বাস রুদ্ধ করিয়া, উচ্ছসিত অশ্র সংবরণ করিয়া লইয়া মাধবী বলিল, তাই ভাল । ষষ্ঠ পরিচ্ছেদ ছয় মাস হইল স্বরেন্দ্রনাথ চলিয়া গিয়াছে । ইহার মধ্যে মাধবী একটিবার মাত্র মনোরমাকে পত্র লিথিয়াছিল, আর লেখে নাই। পূজার সময় মনোরমা পিতৃভবনে আসিয়া মাধবীকে ধরিয়া বসিল, তোর বাঁদর দেখা । - মাধবী হাসিয়া কহিল, বাদর কোথায় পাবো লো ? মনোরম। তাহার চিবুকে হাত দিয়া স্বর করিয়া মৃদুকণ্ঠে গাহিল— আমি এলাম ছুটে দেখব বলে, কেমন শোভে পোড়ার বঁাদর— তোমার ঐ রাঙ্গা চরণতলে । সেই যে পুষেছিলি ? কবে ? মনোরমা মুখ টিপিয়া হাসিয়া বলিল, মনে নেই। যে তোকে বৈ আর জানত না ? মাধবী কথাটা অনেকক্ষণ বুঝিয়াছিল, তাই অল্পে অল্পে মুখখানি বিবর্ণ হুইতেছিল ; তথাপি আত্মসংবরণ করিয়া, ও–ৰ্তার কথা ? তিনি আপনি চলে গেছেন । >0 &