পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পাইলে নীরবে সহিয়া যায়,—শিবচন্দ্রকে কিছুই বলে না । স্নেহের দোহাই দেওয়া তার অভ্যাসের বাহিরে, তাই আত্মীয়তার ধুস্থা ধরিয়া অধিকার কায়েম করিতে, তাহার সমস্ত শরীরে মনে ধিক্কার উঠে । সামান্ত স্ত্রীলোকের মত ঝগড়া-কলহে তাহার যে কত ঘৃণা তাহা দে ই জানে । একদিন শিবচন্দ্রকে ডাকিয়া বলিল, দাদা, আমি শ্বশুরবাড়ি যাব । শিবচন্দ্র বিম্মিত হুইল ।—সে কী মাধবী, সেখানে ত কেউ নেই ! মাধবী মুত স্বামীকে উদ্দেশ করিয়া বলিল, ছোট ভাগ্নে কাশীতে ঠাকুরুঝির কাছে আছে, তাকে নিয়ে আমি গোলাগায়ে বেশ ॐांकद ! পাবনা জেলার গোলাগায়ে মাধবীর শ্বশুরবাড়ি । শিবচন্দ্র অল্প হাসিয়া বলিল, তা কি হয়, সেখানে যে তোর বড় কষ্ট হবে । কেন কষ্ট হবে দাদা ? বাড়িটা এখনো পড়ে যায়নি। দুবিঘা দশ বিঘা জমিজিরাতও আছে, একটি বিধবার কি তাতে চলে না ? চলার কথা নয় । টাকার ভাবনা নেই, কিন্তু তোর যে বড় কষ্ট হবে षiश्वरी । कडे किङ्करै नग्न । শিবচন্ত্র কিছু ভাবিয়া বলিল, কেন যাবি বোন ? আমাকে সব খুলে বল দেখি, আমি সব মিটিয়ে দিচ্ছি —ইতিপূৰ্ব্বে শিবচন্দ্র বোধ হয় স্ত্রীর নিকট ভগিনীর বিরুদ্ধে কিছু শুনিয়া থাকিবে । সম্ভবতঃ তাহাই মনে হইয়াছিল। লজ্জয় মাধবীর সমস্ত মূখ রাঙা হইয়া উঠিল । সে বলিল, দাদা, তুমি কি মনে কর, আমি ঝগড়া ক’রে তোমার বাড়ি থেকে যাব ? শিবচন্দ্র বড় লজ্জিত হইল । তাড়াতাড়ি কহিল, না না, তা নয় । আমি ও-কথা বলিনে, কিন্তু এ বাড়ি চিরদিনই তোমার, আজ কেন তবে চলে যেতে চাও? যুগপৎ দুই জনেরই সেই স্নেহময় পিতার কথা মনে পড়িল । দুই জনের চক্ষেই জল দেখা ছিল। চোখ মুছিয়া মাধবী বলিল, আবার আসব। তোমার ছেলের যখন পৈত হবে, তখন নিয়ে এস। এখন যাই । সে ত আট-দশ বছরের কথা । খদি বেঁচে থাকি, তা হ’লে আসব। কোনরূপেই মাধবী এখানে থাকিতে সম্মত হইল না, যাইবার উদ্যোগ করিতে BBBS DDDDBB BBBB DDDD DBS BBBBB BBB BBBB BBB S শেষ দিনটিতে শিবচন্দ্র অশ্রীপূর্ণচক্ষে ভগিনীর কাছে আসিয়া বলিল, মাধবী, তোর জানা কখনো ত তোকে কিছু বলেনি ? Yo