পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छोप्ने श्रृंब्रिट्ध्झाङ्ग হরিদয়ালের বাটতে পুরাতন দাসীটি পৰ্য্যন্ত নাই। বামুন-ঠাকরুণ ত সম্পূর্ণ নিরুদেশ। সরযু যখন প্রবেশ করিল, তখন বাটতে কেহ নাই, শূন্ত বাটা হা হা করিতেছে। বৃদ্ধ সরকার কাদিয়া কহিল, মা, আমি তবে যাই ? সরযু প্ৰণাম করিয়া নতমুখে দাড়াইয়া রহিল। সরকার কাদিতে কাদিতে প্রস্থান করিল—দয়ালঠাকুরের আগমন পৰ্য্যস্ত অপেক্ষা করিতে পারিল না— ইচ্ছাও ছিল না। সন্ধ্যার সময় দয়াল বাট আসিলেন। সরযুকে দালানে বসিয়া থাকিতে দেখিয়া বলিলেন, কে ? সরযু প্রণাম করিয়া উঠিয়া দাড়াইল। মুখ তুলিয়া বলিল, আমি। সরযু —দয়াল বিক্ষিত হইরা মনোযোগ-সহকারে দেখিলেন, সরযুর গাত্রে একখানি অলঙ্কার নাই, পরিধেয় বস্তু সামান্ত, দাস-দাসী কেহ সঙ্গে আসে নাই, অদূরে একটা বাক্স মাত্র পড়িয়া আছে। ব্যাপারটা সমস্ত বুঝিয়। লইয়া বিদ্রুপ করিয়া বলিলেন, যা ভেবেছিলাম, ঠিক তাই হয়েচে । তাড়িয়ে দিয়েচে । সরযু মৌন হইয়া রহিল। দয়ালঠাকুর তখন অতিশয় কর্কশ-কণ্ঠে কহিলেন, এখানে তোমার স্থান হবে না। একবার আশ্রয় দিয়ে আমার যথেষ্ট শিক্ষা হয়েচে –আর নয় । সরযু মাথা হেঁট করিয়া জিজ্ঞাসা করিল, মা কোথায় ? * মাগী পালিয়েচে । আমাকে ডুবিক্সে দিয়ে স’রে পড়েচে, যেমন চরিত্র, সেইরূপ করেচে। রাগে তাহার সৰ্ব্বাঙ্গ পুড়িয়া যাইতেছিল, হঠাৎ ব্যঙ্গ করিয়া বলিয়া উঠিলেন, বলা যায় না—হয়ত কোথাও খুব সুখেই আছে। সেইখানে সরযু বসিয়া পড়িল। সে যে অবশেষে তাহার মায়ের কাছেই ফিরিয়া আসিয়াছিল। দয়াল বলিতে লাগিলেন, আমি তোমাকে স্থান দিয়ে জাত হারাতে চাইনে। যারা আদর ক'রে নিয়ে গিয়েছিল, শেষকালে তারা কি তোমার মাথা রাখবার একটু কুঁড়েও বেঁধে দিতে পারেনি, তাই রেখে গেছে আমার কাছে ? যাও এখান থেকে । এবার সরযূ কাদিয়া ফেলিল, বলিল, দাদামশাই, মা নেই, আমি যাব কোথায় ? হরিদয়ালের শরীরে আর মায়া-মমতা নাই। তিনি স্বচ্ছদে বলিলেন, কালীর פרסי