পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐকান্ত শাহ জীর চোখ দুটা ধকৃ করিয়া জলিয়া উঠিল । সে যে কি ভীষণ প্রকৃতির লোক, সে পরিচয় তখনও জানিতাম না। শুধু তাহার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাটা দিয়া উঠিল । লোকট। তাহার এলোমেলো জটাটা বাধিতে বাধিতে উঠিয়া দাড়াইয়া মুমুখে আসিয়া কহিল, বলেচিস্তুই ? o দিদি তেমনি নতমুখে নিরুত্তরে বসিয়া রহিলেন । ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়া বলিল, রাত্তির হচ্ছে—চল্‌ না। রাত্রি হইতেছে সত্য, কিন্তু আমার পা যে আর নড়ে না। কিন্তু ইন্দ্র সেদিকে ক্ৰক্ষেপও করিল না, আমাকে প্রায় জোর করিয়াই টানিয়া লইয়৷ চলিল । কয়েক পদ অগ্রসর হইতেই শাহ জীর কণ্ঠস্বর আবার কানে আসিল—কেন বললি ? প্রশ্ন শুনিলাম বটে, কিন্তু প্রত্যুত্তর শুনিতে পাইলাম না। আমরা আরও কয়েক পদ অগ্রসর হইতেই অকস্মাৎ চারিদিকের সেই নিবিড় অন্ধকারের বুক চিরিয়া একটা তীব্র আর্তস্বর পিছনের আঁধার কুটীর হইতে ছুটয়া আসিয়া আমাদের কানে বিধিল এবং চক্ষের পলক না ফেলিতেই ইন্দ্র সেই শব্দ অনুসরণ করিয়া অদৃপ্ত হইয়া গেল। কিন্তু আমার অদৃষ্টে অন্তরূপ ঘটিল। মুমুখেই একটা শিয়াকুল গাছের মন্ত ঝাড় ছিল ; আমি সবেগে গিয়া তাহারই উপরে পড়িলাম। র্কাটায় সৰ্ব্বাঙ্গ ক্ষতবিক্ষত হইয়া গেল। সে যাক, কিন্তু নিজেকে মুক্ত করিয়া লইতেই প্রায় দশ মিনিট কাটিয়া গেল। এ কাট ছাড়াই ত সে কাটায় কাপড় বাধে ; সেই কাটা ছাড়াই ত আর একটা কাটায় কাপড় আটকায় । এমনি করিয়া অনেক কষ্টে, অনেক বিলম্বে যখন কোন মতে শাহ জীর বাড়ির প্রাঙ্গণের ধারে গিয়া পড়িলাম, তখন দেখি, সেই প্রাঙ্গণেরই একপ্রাস্তে দিদি মূচ্ছিত হইয়া পড়িয়া আছেন এবং আর এক প্রাস্তে গুরু-শিষ্যের রীতিমত মল্লযুদ্ধ বাধিয়া গিয়াছে। পাশেই একটা তীক্ষুধার বর্শা পড়িয়া আছে । শাহ জী লোকটি অত্যন্ত বলবান । কিন্তু ইন্দ্র যে তাহার অপেক্ষাও কত বেশী শক্তিশালী, এ সংবাদ তাহার জানা ছিল না। থাকিলে বোধ হয় সে এত বড় দুঃসাহসের পরিচয় দিত না । দেখিতে দেখিতে ইন্দ্র তাহাকে চিত করিয়া ফেলিয়া তাহার বুকের উপর বসিয়া গলা টিপিয়া ধরিল। সে এমনি টিপুনি যে, আমি বাধা না দিলে হয়ত লে-যাত্রা শাহ জীর সাপুড়ে-যাত্রাটাই শেষ হইয়া যাহত । বিস্তর টানা-হেঁচড়ার পর যখন উভয়কে পৃথক করিলাম, তখন ইঞ্জের অবস্থা দেখিয়া ভয়ে কাদিয়া ফেলিলাম। অন্ধকারে প্রথম নজরে পড়ে নাই যে, তাহার সমস্ত কাপড়-জামা রক্তে ভাসিয়া যাইতেছে। ইক্স হাপাইতে হাপাইতে কহিল, $●