পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সমস্বরে হাকিলেন, ‘বল ভারত মাতার জয় !" বল কৃষাণ মজুরের জয় !" বল বন্দেমাতরম ? বিশেষ ফল হইল না। অনেকেই চুপ করিয়া রহিল, অথবা মনে মনে বলিল, এবং যে দুই-চারিজন সাড়া দিল তাহাদেরও ক্ষীণ-কণ্ঠ বেশি উধেব উঠিল না—বিপ্রদাসের বারান্দা ডিঙাইয় তাহার কানে পৌছিল কি না বুঝা গেল না। নেতার নিজেদের অপমানিত জ্ঞান করিলেন, বিরক্ত হইয়া কহিলেন, এই একটা সামান্য গ্রাম্য জমিদার তাকেই এত ভয়! ওরাই ত আমাদের পরম শত্রু—আমাদের গায়ের রক্ত অহরহ শুষে খাচ্চে । আমাদের আসল অভিযানত ওদেরই বিরুদ্ধে ! ওরা যে— প্রদীপ্ত বাগিতায় সহসা বাধা পড়িল। বহু শাণিত শর তখনও তাঁহাদের তুণে সঞ্চিত ছিল, কিন্তু প্রয়োগ করায় বিঘ্ন ঘটিল। কে একজন ভিড়ের মধ্য হইতে আস্তে বলিল, ওঁর দাদা ! কার ? একটি পচিশ-ছাব্বিশ বছরের যুবক নিশান লইয়া সকলের অগ্ৰে চলিয়াছিল, সে ফিরিয়া দাড়াইয়া কহিল, উনি আমারই বড়ভাই । অথচ এই ছেলেটির আগ্রহ, উদ্যম ও অর্থব্যয়ে আজিকার অনুষ্ঠান সফল হইতে পারিয়াছিল। ও—আপনার । আপনিও বুঝি এখানকার জমিদার ? ছেলেটি সলঙ্গ নতমুখে চুপ করিয়া রহিল। $. বিপ্রদাস নিজের বসিবার ঘরে ছোটভাইকে ডাকাইয়া আনিয়া বলিল, কালকের আয়োজনটা মন্দ হয়নি। অনেকটা চমক লাগাবার মত ৷ War cry গুলোও বেশ বাছা বাছা, কাজ আছে তা মানতেই হবে। দ্বিজদাস চুপ করিয়া দাড়াইয়া রহিল। বিপ্রাস প্রশ্ন করিল, শোভাযাত্রাটি কি বিশেষ করে আমারই উদেশে আমার নাকেয় গুণ দিয়ে নিয়ে যাওয়া হ’ল? ভয়পাব বলে ? रे