পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরং-সাহিত্য-সংগ্ৰই বিপ্রদাস চুপ করিয়া রহিল। বন্দন বলিতে লাগিল, হয়ত এই আমার স্বভাব, হয়ত এ আমার বয়সের স্বধৰ্ম্ম, অস্তর শূন্য থাকতে চায় না, হাতড়ে বেড়ায় চারিদিকে। কিংবা এমনই হয়ত সকল মেয়েরই প্রকৃতি, ভালোবাসার পাত্র যে কে সমস্ত জীবনে খুঁজেই পায় না। এই বলিয়া স্থির হইয়া মনে মনে কি যেন ভাবিতে লাগিল, তার পরেই বলিয়া উঠিল, কিংবা হয়ত খুজে পাবার জিনিস নয় মুখুয্যেমশাই—ওটা মরীচিকা । বিপ্রদাস তেমনই মৌন হইয়া রহিল । বন্দনার যেন মনের আগল খুলিয়া গেছে, বলিতে লাগিল, এই স্বধীরের সঙ্গেই এক বছর পূৰ্ব্বে আমার বিবাহ স্থির হয়ে গিয়েছিল, শুধু তার মায়ের অস্থখ বলেই হতে পারেনি। কাল ঘরে ফিরে এসে ভাবছিলুম বিয়ে যদি সেদিন হয়ে যেতো, আজ কি মন আমার এমনি করে তাকে ঠেলে ফেলে দিতো ? মনকে শাসনে রাখতুম কি দিয়ে ? ধৰ্ম্মবুদ্ধি দিয়ে ? সংস্কার দিয়ে ? কিন্তু অবাধ্য মন শাসন মানতে যদি না চাইতো কি হতো তখন ? যাদের মধ্যে এই কটা দিন কাটিয়ে এলুম ঠিক কি তাদের মতন ? এমনি ষড়যন্ত্র আর লুকোচুরিতে মন পরিপূর্ণ করে শুকনো হাসি মুখে টেনে লোক ভুলিয়ে বেড়াতুম ? এমনি পরম্পরের নিন্দে করে, হিংসে করে, শক্রতা করে ? কিন্তু আপনি কথা কইচেন না কেন মুখুয্যেমশাই ? বিপ্রদাস বলিল, তোমার মনের মধ্যে যে ঝড় বইচে তার ভয়ানক বেগের সঙ্গে আমি চলতে পারবো কেন বন্দনা, কাজেই চুপ করে আছি। বন্দন বলিল, না সে হবে না, এমন করে এড়িয়ে যেতে আপনাকে আমি দেবে। না । জবাব দিন ! কিন্তু শাস্ত না হলে জবাব দিয়ে লাভ কি ? তোমার আজকের অবস্থা যে স্বাভাবিক নয় একথা তুমি বুঝতে পারবে কেন ? কেন পারবো না মুখুয্যেমশাই, বুদ্ধি ত আমার যায়নি। যায়ুনি কিন্তু ঘুলিয়ে আছে। এখান থাক। সন্ধ্যের পর সমস্ত কাজকৰ্ম্ম সেরে আমার কাছে এসে যখন স্থির হয়ে বসবে তখন বলবো । পারি তখনি এর জবাব দেবো । তবে সেই ভালো, এখন আমারও যে সময় নেই—এই বলিয়া বন্দদা বাহির হইয়া গেল । বস্তুতঃ তাহার কাজের অবধি নাই। সকালে ছুটি লইয়া অন্নদা কালীঘাটে গেছে, সে কাজগুলোও আজ তাহারই কাধে পড়িয়াছে। কত চাকরবাকর, কত ছেলে এখানে থাকিয়া স্কুল-কলেজে পড়ে,—তাহাদের কত রকমের প্রয়োজন। কাজের ভিড়ে তাহার মনেও পড়িল না সে সারা রাত্রি ঘুমায় নাই, সে জাজ ভারি ক্লান্ত । $ ● १