পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*अ९-भांशिष्ठा-ज{djई ধান বলিল, তাকেও বলবেন সত্ত্ব আমি স্বীকার করে নিলুম। কিন্তু পরীক্ষার निं যদি কখনো আসে তখন যেন তার দেখা মেলে । শুনিয়া বিপ্রদাস হাসিমুখে বলিল, দেখা মিলবে বন্দনা ; সে পিছোবার লোক নয় । তাকে তুমি জানো না। - 態 জানি মুখুয্যেমশাই। ভালো করেই জানি, আপনার কাজে তার প্রতিযোগিতা করা সত্যিই বন্দনার শক্তিতে কুলোবে না । ভ্রাতৃগৰ্ব্বে বিপ্রদাসের মুখ প্রদীপ্ত হইয়া উঠিল, কহিল, জানো বন্দনা, দ্বিজু আমার সাধু লোক। আপনার চেয়েও নাকি ? হ্যাঁ, আমার চেয়েও । এই বলিয়া বিপ্রদাস এক মূহুৰ্ত্ত ইতস্ততঃ করিয়া কহিল, কিন্তু সে বলছিল তুমি নাকি তার উপর রাগ করে মাছো । কথা কওনি কেন ? কথা কওয়ার দরকার হয়নি মুখুয্যেমশাই। বিপ্রদাস হাসিয়া বলিল, তবেই ত দেখচি তুমি সত্যই রাগ করে আছো । কিন্তু একটা কথা আজ তোমাকে বলি বন্দন, দ্বিন্ধুর ব্যবহারটা রুক্ষ, কথাগুলোও সৰ্ব্বদা বড় মোলায়েম হয় না, কিন্তু তার কর্কশ কারণটা ঘুচিয়ে যদি কখন তার দেখা প"ও দেখবে এমন মধুর লোক আর নেই। কথাটা আমার বিশ্বাস কোরো, এমন নির্ভর করবার মানুষও তুমি সহজে খুজে পাবে না। বদনা আর একদিকে চাহিয়া রহিল, উত্তর দিল না । হঠাৎ এক সময়ে উঠিয়া পড়িয়া বলিল, গাড়ি অনেকক্ষণ দাড়িয়ে আছে, মুখুয্যেমশাই, আমি যাই, যদি থাকতে পারি আপনি ফিরে এলে দেখা করবে। যদি না পারি এই আমার শেষ নমস্কার রইলো । এই বলিয়া হেঁট হইয়া পায়ের ধূলা মাথায় লইয়া সে দ্রুত প্রস্থান করিল। একটা কথা বলিবার ও সে বি প্রদাসকে অবকাশ দিল না । বারান্দা পার হইয়া দিড়ির মুখে আসিয়া সবিস্ময়ে দেখিতে পাইল, দ্বিজদাস দাড়াইয়া হাত জোড় করিয়া । বন্দন হাসিয়া ফেলিয়া বলিল, এ আবার কি ? একটা মিনতি আছে। দাদাকে সঙ্গে নিয়ে আপনাকে আমাদের দেশের বাড়িতে একবার যেতে হবে । আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে ? এর হেতু ? দ্বিজদাস কহিল, বলবো বলেই দাড়িয়ে আছি । একদিন বিনা আহানেই আমাদের বাড়িতে পায়ের ধূলা দিয়েছিলেন, আজ আবার সেই দয়া আপনাকে করতে হবে। বন্দনা এক মুহূৰ্ত্ত ইতস্তত: করিল, তারপর বলিল, কিন্তু আমাকে যাবার নিমন্ত্রণ করচে কে ? মা, দাদা, না আপনি নিজে ? Ꮌ & ←