পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিপ্রদাস কহিল, তোমার মাসীমার কাছে এইভাবেই আমার গুণ-গান করে। নাকি ? নবাগত যুবকটির প্রতি ফিরিয়া চাহিয়া বলল, বন্দনার মুখে আপনার কথা এত বেশি শুনেচি যে অমুস্থ না থাকলে আমি নিজেই ঘেতুম আলাপ করতে। দেখেই মনে হ’লো চেহারাটা পৰ্য্যন্ত চেনা, যেন কতবার দেখেচি। ভালোই হ’লে অযথা বিলম্ব না করে উনি নিজেই সঙ্গে করে আনলেন । ভদ্রলোক প্রত্যুত্তরে কি-একটা বলিতে চাহিল, কিন্তু তাহার পূৰ্ব্বেই বন্দনা শাসনের ভঙ্গিতে তর্জনী তুলিয়া কহিল, মুখুয্যেমশাই, অত্যুক্তি অতিশয়োক্তিকে ছাড়িয়ে প্রায় মিথ্যার কোঠায় এলো, এবার থামুন নইলে হাঙ্গামা করবো । ইহার অর্থ ? ইহার অর্থ এই হয় যে আমাদের অতি-সাধারণদের মত সতি-মিথ্যে যা খুশি বানিয়ে বলা আপনারও চলে। আপনি মোটেই অসাধারণ ব্যক্তি নন,—ঠিক আমাদের মতোই সাধারণ মনুষ্য । বিপ্রদাস কহিল, না । সকলকে জিজ্ঞাসা করো, তারা একবাক্যে সাক্ষ্য দেবে তোমার অনুমান আশ্রদ্ধেয়, অগ্রাহা । বন্দন বলিল, এবার তাদের কাছেই আপনাকে নিয়ে গিয়ে বাইরের ঐ সিংহ চৰ্ম্মটি দু'হাতে ছিড়ে ফেলে দেবো, তখন আসল মুক্তিটা তারা দেখতে পাবে,— তাদের ভয় ভাঙবে। আমাকে আশীৰ্ব্বাদ করে বলবে তুমি রাজ রাণী হও । বিপ্রদাস হাসিয়া বলিল, আশীৰ্ব্বাদে আপত্তি নেই, এমন কি নিজে করতেও প্রস্তুত, কিন্তু আশীৰ্ব্বাদ ত তোমরা চাও না, বলে কুসংস্কার, বলে ও শুধু কথার কথা । বন্দন! পুনরায় আঞ্জুল তুলিয়া বলিল, ফের খোচা দেবার চেষ্টা! কে বললে গুরুজনদের আশীৰ্ব্বাদ আমরা চাইনে-কে বলেচে কুসংস্কার, এবার কিন্তু সত্যই রাগ হচ্ছে মুখুয্যেমশাই । বিপ্রদাস গম্ভীর হইয়া বলিল, সত্যই রাগ হচ্ছে নাকি ? তবে থাক্ এ-সব গোলমেলে কথা কিন্তু হঠাৎ সকালবেলাতেই আবির্ভাব কেন ? কোন কাজ আছে নাকি ? বন্দনা কহিল, অনেক । প্রথম আপনার কৈফিয়ৎ নেওয়া । কেন আমার বিনা হকুমে নীচে নেমে কাজ শুরু করেচেন ? করিনি, করবার সঙ্কল্প করেছিলুম মাত্র। এই রইলো -বলিয়া সেই মাটা খাতাটা বিপ্রদাস ঠেলিয়া দিলেন । বন্দন প্রসন্নমুখে কহিল, কৈফিয়ং satisfactory, অবাধ্যতা মার্জন করা গেল। ভবিষ্ণুতে এমনি অনুগত থাকলেই আমার কাজ চলে যাবে। এবার শুনুন মন দিয়ে। ততক্ষণ এর সঙ্গে বসে। গল্প করুন—মুখুয্যেদের ঐশ্বৰ্য্যের বিবরণ, প্রজা শাসনের বহু

  • ११