পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রহ আমার বিশ্বাস নেই। তা ছাড়া আমার সঙ্গে উনি বৈকুণ্ঠে যেতেও নারাজ, এ ও র্তার নিজের মুখ থেকেই শুনলেন। বিপ্রদাস বিরক্ত হইয়া কহিল, স্থা রে পণ্ডিত, শুনলাম । তুই যেতে পারবি কি না তাই বল । আমার এখন মরবার ফুরসৎ নেই। বলিয়া দ্বিজদাস অন্য প্রশ্নের পূর্বেই ঘর ছাড়িয়া চলিয়া গেল । বিপ্রদাস নিশ্বাস ফেলিয়া বলিল, তাই বটে। এমনি দেশের কাজ যে মাকেও মালা চলে না । এইখানে মায়ের একটুখানি পরিচয় দেওয়া আবশ্বক। বিপ্রদাসের ইনি বিমাতা। তাহার জননীর মৃত্যুর বৎসর-কাল পরেই যজ্ঞেশ্বর দয়াময়ীকে বিবাহ করিয়া গৃহে আনিয়া ছিলেন এবং সেইদিন হইতে ইহার হাতেই সে মানুষ । ইনি যে জননী নহেন এ সংবাদ বিপ্রদাস যথেষ্ট বয়স না হওয়া পৰ্য্যস্ত জানিতেও পারে নাই। & এ-বাড়িতে দ্বিজদাস সব চেয়ে বেশি খাতির করিত বৌদিদিকে। তাহার সর্ববিধ বাজে খরচের টাকাও আসিত তাহারই বাক্স হইতে। সতী শুধু সম্পর্ক হিসাবে তাহার বড় ছিল না, বয়সের হিসাবেও মাস-কয়েকের বড় ছিল। তাই অধিকাংশ সময়েই তাহাকে নাম ধরিয়া ডাকিত। এই লইয়া ছেলে-বেলায় দ্বিজু মায়ের কাছে কত যে নালিশ জানাইয়াছে তাহার সংখ্যা নাই । + মাত্র এগারো বছর বয়সে সতী বধুরূপে এই গৃহে প্রবেশ করিয়াছিল বলিয়া তাহার অাদরের সীমা ছিল না। শাশুড়ী হাসিয়া বলিতেন, সত্যি নাকি ? কিন্তু এ ত তোমার বড় অন্যায় বোমা, দেওরের নাম ধরে ডাকা ! মৃতী বলিত, অন্যায় কেন, আমি যে ওর চেয়ে বয়সে অনেক বড়। অনেক বড় ? কত বড় মা ? আমি জন্মেচি ৰোশেখ মাসে, ও জন্মেচে ভাক্স মাসে। wo