পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস ७-क्किर्मै श्रककांब्र । ५धन कङ फेिनहै अॉरल छाल नां, दि©मांग ५izकन কলকাতায়, অভাবনীয় কিছু নয়। সিড়ির বা দিকের ঘরটায় থাকে অশোক, জানাল দিয়া চোখে পড়িল ইঞ্জি চেয়ারে পা ছড়াইয়া বাতির আলোকে সে নিবিষ্টচিত্তে কি একখানা বই পড়িতেছে। কলেজ কামাই করিয়া অক্ষয়বাৰু আজও আছেন, তার ঘরটা শেষের দিকে, তিনি ঘরে আছেন কিংবা বায়ুসেবনে বহির্গত হইয়াছেন জানা গেল না । মোটর হইতে প্রাঙ্গণে পা দিয়াই দ্বিজদাসের চোখে পড়িয়াছিল ত্রিতলের লাইব্রেরী ঘরটা । সন্ধ্যার পর এ ঘরটা প্রায় থাকে অন্ধকার, আজ কিন্তু খোলা জানালা দিয়া জালো আসিতেছে । তাহার সন্দেহ রহিল নী এখানে আছে বন্দন। বই পড়িতে নয়, চোখ মুছিতে। লোকের সংস্রব হইতে আত্মরক্ষা করিতে সে এই নির্জনে আশ্রয় লইয়াছে । আজ রাত্রিটা কোনমতে কাটাইয়া কাল সে চলিয়া যাইবে স্বদুর বোম্বাই অঞ্চলে,-যেখানে মানুষ হইয়া সে এত বড় হইয়াছে—যেখানে আছে তাহার পিতা, আত্মীয়-স্বজন, তাহার কত দিনের কত বন্ধু এবং বান্ধবী। কোনদিন কোন ছলে কখন যে এ গ্রামে তাহার জাবার জাসা সম্ভব ভাবাও ষায় না । না আস্থক কিন্তু এ-বাড়ি সহজে সে ভুলিবে না। বিচিত্র এ দুনিয়া,—কত অদ্ভূত অভাবিত ব্যাপারই না এখানে নিমিষে ঘটে। একটা একটা করিয়া সেই প্রথম দিন হইতে আজ পর্য্যস্ত সকল কথাই দ্বিজুর মনে পড়িল । সেই হঠাৎ আসা আবার তেমনি হঠাৎ রাগ করিয়া যাওয়া। মধ্যে শুধু ঘন্টাখানেক আলাপ-আলোচনা। সেদিন বন্দন সহাস্তে বলিয়াছিল, শুধু চোখের পরিচয়টাই নেই দ্বিজুবাবু, নইলে দেওরের গুণাগুণ লিখে পাঠাতে মেজদি কখনো জালস্ত করেননি। আমি সমস্ত জানি, আপনার সম্বন্ধে আমার কিছু অজানা নেই । যতদিন যত জালিয়েছেন বাড়িগুদ্ধ লোককে তার সমন্ত খবর পৌঁছেচে আমার কাছে । দ্বিজদাস জিজ্ঞাসা করিয়াছিল, আমরা কেউ কারুকে চিনিনে, তবু আপনার কাছে আমার দুর্নাম প্রচার করার সার্থকতা ছিল কি ? বন্দন হাসিয়া জবাব fদয়াছিল, বোধ করি আসলে মেজদিদি আপনাকে দেখতে পারেন না,–এ তারই প্রতিশোধ । তার পরে ভূজনে হাসিয়া কথাটাকে পরিহাসে রূপান্তরিত করিয়াছিল, কিন্তু সেদিন উভয়ের কেহই ভাবে নাই এ ছিল সতীর দ্বিজুর প্রতি বন্দনার চিত্ত আকর্ষণের কৌশল। যদি কখনো বোনটিকে কাছে আনা যায়, যদি কখনো তাহার হাতে দিয়া অশান্ত দেবরাটকে শাসন মানান চলে। কিন্তু সে ঘটিল না, তাহার গোপন বাগনা গোপনেই হিয়া গেল,—জাজও দুজনের কেহই সে-সব চিঠির অর্থ খুজিয়া •प्लेज क् । দ্বিজদাস সোজা উপরে উঠিয়া গেল। পর্দা সরাইয়া ভিতরে প্রবেশ করিয়া እፀፃ