পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস । আমি বিপিন নই,-মাতৃবাক্ষ্য দ্বিজুর বেদবাক্য নয়। দ্বিজু তাল ঠুকে স্পৰ্দ্ধার অভিনয় করে না একথা মা বোঝেন । কাহারে মুখে কথা নাই, উভয়ের অকস্মাৎ এইরূপ বাদ-প্রতিবা যেন সম্পূর্ণ অভাবিতশ বিস্ময়ে ও ভয়ে সকলেই স্তন্ধ হইয়া গিয়াছিল। শশধর বুঝিল ইহা পরিহাস নয় অতিশয় কঠোর সংকল্প। উত্তর দিতে গিয়া তাহার কণ্ঠস্বরে পূর্বের প্রবলতা ছিল না, তথাপি জোর দিয়াই বলিয়া উঠিল, এই শেষ। এখানে আর আমি জলগ্ৰহণ পর্য্যস্ত করবে না । দ্বিজদাস বলিল, কি করে করছিলেন এতক্ষণ এই ত আশ্চর্য শশধরবাৰু। কল্যাণী কাদিয়া বলিল, ছোড়দা, অবশেষে তুমিই কি আমাদের মারতে চাও? মায়ের পেটের ভাই তুমি, তুমিই করবে আমাদের সৰ্ব্বনাশ ? দ্বিজদাস বলিল, তুই ভাবিস চোখের জল ফেলে বার বার এড়ানো যায় সৰ্ব্বনাশ ? কোথাও বিচার হবে না, তোদেরই হবে বারংবার জিৎ ? দাদা নেই বটে, তবুও, খেতে যখন পাবিনে আসিস আমার কাছে, তখন তোর কান্না শুনবো,—এখন নয় । দয়াময়ী নি:শব্দে অনেক সহিয়াছিলেন আর পারিলেন না, চীৎকার করিয়া উঠিলেন, দ্বিজু, তুই যা এখান থেকে । এমনি করে গালি-গালাজ করতে কি বিপিন তোকে শিথিয়ে দিয়ে গেল ? কে শিখিয়ে দিলে বলচো ? বিপিন ? হ্যা, সে-ই। নিশ্চয় সে । দ্বিজদাসের ওষ্ঠাধর মুহূর্ভের জন্য কুঞ্চিত হইয়া উঠিল, বলিল, আমি যাচ্ছি। কিন্তু মা, নিজেকে অনেক ছোট করেচো, আর ছোট ক’রোনা । এই বলিয়া সে বাহির হইয়া গেল । নিজের ঘরে আসিয়া দ্বিজদাস চুপ করিয়া বসিয়াছিল, ঘণ্টা-দুই পরে মৈত্রেী আসিয়া প্রবেশ করিল, তাহার হাতে খাবারের পাত্র, বলিল, খাবার সব নতুন করে তৈরী করে নিয়ে এলুম, খেতে বম্বন। এই ঘরের ঠাই করে দিই ? এ আপনাকে কে বলে দিলে ? কেউ না । কাল থেকে আপনি থাননি সে কি আমি জানিনে ? এত লোকের মধ্যে আপনার জানার প্রয়োজন ? মৈত্রেয়ী মাথা ছেট করিয়া নীরবে দাড়াইয়া রহিল। জবাব না পাইয়া দ্বিজদাস বলিল, আচ্ছ, ঐখানে রেখে যান। এখন ক্ষিদে নেই, যদি হয় পরে থাবো । মৈত্রেয়ী ঘরের একধারে আসন পাতিয়া খাবার রাখিয়া সমস্ত সযত্বে ঢাকা দিয়া চলিয়া গেল। পীড়াপীড়ি করিল না, বলিল না যে ঠাণ্ড হইয়া গেলে খাওয়ার অস্থবিধা ঘটিবে । S&\e ۹۰-به