পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস প্রথম খুললে যেদিন মৈত্রেীকে ডেকে এনে সংসারের ভার দিতে বলে তুমি চলে গেলে । আড়ালে চোখ মুছে ফেলে মনে মনে বললুম, এত বড় আঘাত ষে স্বচ্ছন্দে করতে পারে তার কাছে কখনো ভিক্ষে চাইবো না । কিন্তু সে পণ আমার রইলো না। বৌদিদি গেলেন স্বর্গে, শশধরের সঙ্গে মামলা বাধতে মা চলে গেলেন মেয়ের বাড়িতে ; দাদা জানালেন সংসার-ত্যাগের সঙ্কল্প, এক মিনিটের ভূমিকম্পে যেন সমস্ত হয়ে গেল ধূলিসাৎ ৷ এ ও সয়েছিল, কিন্তু শুনলুম যখন বাড়ি ছেড়ে বাস্থ যাৰে কোন-একটা অজানা আশ্রমে সে আর সইলো না। একবার ভাবলুম যা কিছু আছে কল্যাণীর ছেলেদের দিয়ে আমিও যাবে। আর এক দিকে, তখন হঠাৎ মনে পড়লো তোমার যাবার আগের শেষ কথাটা—বলেছিলে বিশ্বাস করতে, বলেছিলে অামার একান্ত প্রয়োজনে বন্ধু আপনি আসবে আমার দোর-গোড়ায় । ভাবলুম, এই ত আমার শেষ প্রয়োজন, আর প্রয়োজন হবে কবে ? তাই লিখলুম তোমাকে চিঠি । সন্দেহ আসতে চায় মনে, জোর করে তাড়িয়ে দিয়ে বলি আসবেই বন্ধু। নইলে মিথ্যে হবে তার কথা, মিথ্যে হয়ে যাবে বৌদিদির শেষের আশীৰ্ব্বাদ । যেবোঝা তিনি ফেলে গেলেন সে-বোঝা বইবো অামি কোন জোরে। বলিতে বলিতে দুফোটা অশ্রু আবার গড়াইয়া পড়িল । বন্দনা কহিল, সবাই বলে তুমি অবাধ্য। একা বৌদির ছাড়া আর কারো কথা শোননি । দ্বিজদাস বলিল, এই তোমার ভয় ? কিন্তু কেন যে শুনিনি বৌদি বেঁচে থাকলে এর জবাব দিতেন। এই বলিয়া সে নিজের চোখ মুছিয়া ফেলিল । বন্দন চুপ করিয়া কয়েক মুহূৰ্ত্ত তাহার প্রতি চাহিয়া বলিল, জবাব পেয়েছি তোমার, আর আমার শঙ্কা নাই। এই বলিয়া সে দ্বিজদাসের হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া আবার কিছুক্ষণ স্থির থাকিয়া বলিল কেবল তোমার চারপাশেই যে ভূমিকম্প হয়েচে তাই নয়, আমার মধ্যেও এমনি প্রবল ভূমিকম্প হয়ে গেছে। যা ভূমিসাং হবার তা ধূলোয় লুটিয়েচে, যা ভাঙবার নয়, টলবার নয়, সেই অটলকেই আজ ফিরে পেলুম। এবার যাই দাদার কাছে। যাবার দিনে আমাকে তিনি আশীৰ্ব্বাদ করে বলেছিলেন, বন্দনা, তোমার যে আপন, আমার আশীৰ্ব্বাদ যেন তাকেই একদিন তোমার হাতে এনে দেয়। সাধুর বাক্য আমি অবিশ্বাস করিনি, নিশ্চয় জেনেছিলুম এ-কথা তার সত্য হবেই। শুধু ভাবিনি, সে আশীৰ্ব্বাদ এমন দুঃখের ভেতর দিয়ে সেই আপন জনকে এনে দেবে। যাই, গিয়ে তাকে প্ৰণাম করিগে । দ্বিজু বন্দন এসেচে, না ? বলিয়া সাড়া দিয়া অন্নদা আসিয়া প্রবেশ कद्वेिळ । ›ፃ ፄ ७#-२७