পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ এসেচি অহুদি, বলিয়া বন্দনা ফিরিয়া চাহিল। অন্নদার গভীর শোকাচ্ছন্ন মুখের প্রতি চাহিয়া বন্দন চমকিয়া উঠিল, কাছে গিয়া তাহার বুকের উপর মাথা রাখিয়া অক্ষুটে কহিল, তোমার ও-মূৰ্ত্তি আমি ভাবতেও পারিনি অনুদি, তার পরেই হু-হু করিয়া কাদিয়া উঠিল। অন্নদার চোখ দিয়া জল পড়িতেছিল। ধীরে ধীরে বহুক্ষণ পৰ্য্যস্ত তাহার পিঠের উপর হাত বুলাইয়া মৃদুস্বরে বলিতে লাগিল, হঠাৎ আর চলে যেও না দিদি, দিনকতক থাকে । আর তোমাকে কি বলবো আমি । বন্দনা কথা কহিল না, বুকের উপর তেমনি মুখ লুকাইয়া মাথা নাড়িয়া শুধু সায় দিল। এমনিভাবে আবার বহুক্ষণ গেল। তার পরে মুখ তুলিয়া আঁচলে চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, বাস্থ কোথায় অহুদি ? চাকরেরা তাকে পুকুরে স্বান করাতে নিয়ে গেছে। তাকে রেখে দেয় কে ? অন্না কহিল, দ্বিজু। ওরা দুজনে একসঙ্গে শোয় । বলিতে বলিতে আবার তাঙ্গার চোখে জল আসিয়া পড়িল, মুছিয়া কহিল, মা তো শুধু বাক্ষর মরেনি, ওরও মরেচে। আবার চোখ মুছিয়া বলিল, সবাই বলে অকালে অসময়ে বাড়ির বে। মরেছে, ছেলেমানুষের শ্রাদ্ধে এত ঘটা কেন ? ওকে সবাই করে মানা—বাহুল্য দেখে তাদের গা যায় জলে, ভাবে এযে বাড়াবাড়ি ! জানে না ত সে ছিল ওর আর এক জন্মের মা । কোন ছলে সে মর্য্যাদায় ঘা লাগলে ওর সইবে কি করে ? দ্বিজদাস বন্দনাকে ইঙ্গিতে দেখাইয়া কহিল, আর ভয় নেই অমুদি, বন্দন এসেচেন, এবার সমস্ত বোঝা ওর মাথায় ফেলে দিয়ে আমি আড়াল হয়ে যাবো । অন্নদা বলিল, পরের মেয়ে এত বোঝা বইবে কেন ভাই ? পরের মেয়েরাই ত বোঝা বয় অমুদি। ওঁকে ডেকে এনে বলেচি, এত দুঃখের ভার বইতে আমি পারবে না, এর ওপর বাস্থ যদি যায় তো রইলো তোমাদের বলরামপুরের মুখুয্যে-বাড়ি, রইলো তাদের সাতপুরুষের অভিমান,—শশধরের ছেলেদের ডেকে এনে সংসারে আমি ইস্তফা দেবো। দাদাই শুধু পারে তাই নয়, দ্বিন্ধুও পারে। সন্ন্যাস নিতে পারবে না বটে, ও আমি বুঝিনে—কিন্তু টাকাকড়ির বোঝা অনায়াসে ফেলে দিয়ে যাবো । অন্না বন্দনার হাত দুটি ধরিয়া কহিল, পারবে না দিদি বিপিনের মত করতে ? পারবে না বামুকে বাড়িতে রাখতে ? পারবো অঙ্গুদি । অrর এই .য বাধলো সৰ্ব্বনেশে মামলা জামাইবাবুর সঙ্গে, পারবে না থামাতে ? স্থা, এ-ও পারবো জহুদি । ক্ষণকাল স্তন্ধ থাকিয়া বলিল, উনি কোনদিন আমার অবাধ্য হবেন না, এই সৰ্বেই এ বাড়ির ছোটবোঁ হতে রাজি হয়েচি অনুদি। ծ ԳԵ

  • 3.