পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক अथभ छूश्व [v যদুনাথ মুখুয্যে মহাশয়ের বাটীর পিছনের দিক। খিড়কীর দ্বার খোলা, সম্মুখে অপ্রশস্ত পথ । চারিদিকে আম-কঁঠালের বাগান । এবং অদূরে পুষ্করিণীর বাধানো ঘাটের কিয়দংশ দেখা যাইতেছে। সকাল বেলায় রমা ও তাহার মাসী স্নানের জন্য বাহির হইয়া আসিল এবং ঠিক সেই সময়েই বেণী ঘোষাল আর একদিক দিয়া প্রবেশ করিল। রমার বয়স বাইশ-তেইশের বেশি নয়। অল্প বয়সে বিধবা হইয়াছিল বলিয়া হাতে কয়েকগাছি চুড়ি ছিল, এবং থানের পরিবৰ্ত্তে সরু পাড়ের কাপড় পরিত। বেণীর বয়সও পয়ত্রিশ-চুত্রিশের অধিক হইবে না ] বেণী । তোমার কাছেই যাচ্ছিলেম রমা । মাসী। তা খিড়কীর দোর দিয়ে কেন বাছা ? রম । তোমার এক কথা মাসী । বড়দা ঘরের লোক, ওঁর আবার সদর-খিড়কী কি ? কিছু দরকার আছে বুঝি ? তা ভেতরে গিয়ে একটু বস্থন না, আমি চট্‌ করে ডুবটা দিয়া আসি । 参 বেণী । বসবার যো নেই দিদি, ঢের কাজ । কিন্তু কি করবে স্থির করলে ? রমী । কিসের বড়দ ? বেণী । আমার ছোটখুড়োর শ্রাদ্ধের কথাটা বোন। রমেশ ত কাল এসে পৌছেচে । বাপের শ্রাদ্ধ নাকি খুব ঘটা করেই করবে। যাবে নাকি ? রম । আমি যাবো তারিণী ঘোষালের বাড়ি ! বেশী। সে ত জানি দিদি, আর যেই কেন ষাক, তোরা কিছুতেই সে বাড়িতে পা দিবিনে ! তবে গুনতে পেলাম ছোড়া নিজে গিয়ে সমস্ত বাড়ি বলে আসবে। বজাতি বুদ্ধিতে সে তার বাপের ওপরে যায়। যদি সতিই আসে কি বলবে ? রম । আমি কিছুই বলবো না বড়দা—বাইরের দরওয়ান তার জবাব দেবে। মালী। দরওয়ান কেন লা, আমি বলতে জানিনে ? নচ্ছার ব্যাটাকে এমনি বলাই বোলব যে, বাছাধন জন্মে কখনো আর মুখুয্যেবাড়িতে মাথা গলাবে না। তারিণী ঘোষালের ছেলে ঢুকবে নেমতা করতে আমার বাড়িতে। আমি কিছুই ভূলিনি বেণীমাধব । তারিণী এই ছেলের সঙ্গেই আমার রমার বিয়ে দিতে চেয়েছিল। ծԵկ