পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমা রমেশ । এই যে বড়দা এখানে ! বেশ, চলুন। আপনি নইলে করবে কে ? সারা গ৷ আপনাকে খুঁজে বেড়াচ্চি। রাণী কৈ ? বাড়ির মধ্যে দেখি কেউ নেই। ঝি বললে এই দিক গেছে— [ রমা নতমুখে দাড়াইয়াছিল, সহসা তাহাকে পাইয়। ] রমেশ । • আরে এই যে ! ইস ! কত বড় হয়েচো ! ভালো আছে তো ? আমাকে চিনতে পারচো না বুঝি ? আমি তোমাদের রমেশদ । রম । ( মুখ তুলিয়া চাহিল না, কিন্তু অত্যন্ত মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল) আপনি ভাঙ্গ আছেন ? g রমেশ । ই আমি ভাল আছি । কিন্তু আমাকে ‘আপনি’ কেন রাণী ? বেণীর দিকে চাহিয়া ) রমার একটি কথা আমি কোনদিন ভূলতে পারিনি বড়দা । মা যখন মারা গেলেন তখন ও ছোট, কিন্তু তখনি আমার চোখ মুছিয়ে দিয়ে বলেছিল, তুমি কেঁদো না রমেশদা, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব । তোমার বোধ হয় মনে পড়ে না না ? অামার মাকে মনে পড়ে ত ! , [ রমা নিরুত্তর, লজ্জায় যেন তাহার মাথা আরও হেঁট হইয়া গেল ] রমেশ । কিন্তু আর তো সময় নেই ভাই । যা করবার করে দাও,—ষাকে বলে একান্ত নিরাশ্রয়, আমি তাই হয়েই আবার তোমাদের দোর-গোড়ায় । ফিরে এসে দাড়িয়েচি। তোমরা না গেলে এতটুকু ব্যবস্থা পৰ্য্যস্ত হয়ত হবে না। "মাসী । ( কাছে আসিয়া রমেশের মুখের দিকে চাহিয়া ) তুমি বাপু তারিণী ঘোষালের ছেলে না ? [ রমেশ নিঃশব্দে চাহিয়া রহিল ] মাসী। আগে ত দেখনি, চিনতে পার না বাছা,—আমি রমার আপনার মাসী ! কিন্তু এমন বেহায়া পুরুষমানুষ তোমার মত আর দেখিনি। যেমন বাপ তেমনিই কি ব্যাটা ! বলা নেই কহ নেই, একটা গেরস্তর বাড়ির খিড়কীতে ঢুকে উৎপাত করতে সরম হয় না তোমার ? রমা। কি বক্‌চে মাসী, নাইতে যাও না । বেণীর নি:শঙ্কে প্রস্থান ) মাসী । নে রমা বকিসনে। যে কাজ করতেই হবে তাতে তোদের মত আমার চক্ষুলজা হয় না। বলি, বেণীর অমন কোরে পালানোর কি দরকার ছিল ? বলে গেলেই ত হোত, আমরা বাপু তোমার গোমন্তাও নই, খাস-তালুকের প্রজাও নই যে, তোমার কৰ্ম্মবাড়িতে জল তুলতে ময়দ মাখতে যাবে। তারিণী ময়েচে লোকের হাড় জুড়িয়েছে । একথাটা বলার বরাত আমাদের 冷冷》