পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ মত দুজন মেয়েমানুষের ওপর না দিয়ে নিজে বলে গেলেই ত পুরুষের মত কাজ হোতো ? [ রমেশ নিৰ্ব্বাক পাথরের মূৰ্ত্তির মত দাড়াইয়া রহিল ] মাসী । যাই হোক, বামুনের ছেলেকে আমি চাকর-বাক্ষর দিয়ে অপমান করতে চাইনে, একটু হাঁস করে কাজ কোরো। কচি খোকাটি নও যে লোকের বাড়িতে ঢুকে আবদার করে বেড়াবে। রাণী কি ? রাণী ওর নাম নাকি ? তোমার বাড়িতে আমার রমা কখনো পা ধুতে যেতে পারবে না। এই তোমাকে আমি বলে দিলাম । রমেশ । তোমাকে মা ৰলতেন রাণী, ছেলেবেলার সেই ডাকটাই মনে ছিল রলাঁ । আমি জানতাম না যে, আমাদের বাড়িতে তুমি যেতেই পারে না। না জেনে যে উপদ্রব করে গেলাম সে জন্য আমাকে তুমি ক্ষমা ক’রে রমা। { রমেশের প্রস্থান ও বেণীর আবির্ভাব ] বেণী । ( তাহার সমস্ত মুখ খুশীতে ভরিয়া গিয়াছে ) ই, শোনালে বটে মাসী । আমাদের সাধ্যিই ছিল না আমন করে বলা । এ কি চাকর-বাকরদের কাজ রমা ? আমি আড়ালে দাড়িয়ে দেখলাম কি-না, ছোড়া মুখখানা যেন আষাঢ়ের মেঘের মত করে বেরিয়ে গেল। এই ত ঠিক হ’ল । মাসী । হ’ল ত জানি, কিন্তু মেয়েমানুষের ওপর ভার না দিয়ে, না সরে গিয়ে নিজে বললেই তো আরো ভাল হোত । অার নাই যদি বলতে পারতে, আমি কি বলতাম দাড়িয়ে থেকে শুনে গেলে না কেন বাছা ? রমা । দুঃখ কোরো না মাসী, উনি না শুনুন আমরা শুনেছি। যে যতই বলুক না কেন, এতখানি বিষ জিভ দিয়ে ছড়াতে তোমার মত আর কেউ পেয়ে উঠত না । - মাসী । কি বললি লা ? রম। কিছু না। বলি, রান্না-বান্না কি আজ হবে না ? যাও না, ডুবট দিয়ে৷ এসে না । [ পুষ্করিণীর উদ্দেশে রমার ক্রতপদে প্রস্থান ] বেণী । ব্যাপার কি মাসী ? মাসী। কি করে জানবো বাছা ? ও রাজা-রাণীর মেজাজ বোঝা কি আমাদের মত দাসী-বাদীর কৰ্ম্ম । [ প্রস্থান ] গোবিন্দ গাজুলীর প্রবেশ ] গোবিন্দ। ভ্যাল ঘা হোক। সকাল থেকে সারা গা-টা খুজে বেড়াচ্চি >净、