পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম। বেণীবাবু গেল কোথায় ! বলি শুনেচ খবরটা ? বাবাজী কাল ঘরে পা দিয়েই ছুটেছিলেন নন্দীদের ওখানে। এ যদি না ছুদিনে উচ্ছন্ন ষায় ত আমার গোবিন্দ গাজুলী নাম তোমরা বদলে রেখো। নবাবী কাণ্ড-কারখানার ফর্দ শোন ত অবাক হয়ে যাবে। তারিণী ঘোষাল সিকি পয়সা রেখে মরেনি তা জানি, তবে এত কেন ? হাতে থাকে কর, না থাকে বিষয় বন্ধক দিয়ে কে কবে ঘটা করে বাপের শ্রাদ্ধ করে তা ত কখনো শুনিনি বাবা । আমি তোমাকে নিশ্চয় বলচি বেণীমাধববাৰু, এ ছোড়া নন্দীদের গদী থেকে অন্ততঃ পাচটি হাজার টাকা দেনা করেচে। বেণী । বল কি ! তা হলে কথাটা ত বার করে নিতে হচ্ছে গোবিনাখুড়ে ? গোবিন্দ। (মৃদ্ধ হাস্ত করিয়া ) সৰুর করো না বাবাজী, একবার ভাল করে ঢুকতেই দাও না। তার পরে নাড়ীর খবর ফেড়ে বার করে আনবো—তখন বুঝবে গোবিন্দ গাঙ্গুলীকে । এর মধ্যে অনেক কথাই শুনতে পাবে বাবাজী, অনেক শালাই লাগিয়ে যাবে,–কিন্তু চেনো ত খুড়োকে ? সেইটুকু মনে মনে বুঝে, এখন আর কিছু ফাস করচিনে । বেণী। রমার কাছে গিয়েছিলাম । গোবিন্দ । তা জানি । কি বলে সে ? বেণী । তারা ত নয়ই, তাদের সম্পর্কে যে যেখানে আছে তারা পর্য্যস্ত না । গোবিন্দ। ব্যস ! ব্যস । আর দেখতে হবে না । বেণী । কিন্তু তোমরা যে— গোবিন্দ। উতলা হও কেন বাবাজী, আগে ঢুকি। উদ্যোগ আয়োজনট একটু ভাল করে করাই, তখন না--ছাদ-গড়ানো কাকে বলে একবার বাইরে দাড়িয়ে দেখো ! বেণী । তবে যে শুনি— গোবিন্দ । অমন ঢ়ের শুনবে বাবাজী, অনেক ব্যাট এসে অনেক রকম করে লাগাবে। কিন্তু গোবিন্দখুড়োকে চেনো ত ? ব্যস ব্যস । [ উভয়ের প্রস্থান ] סיכל s)-२*