পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম! রমেশকে একধারে টানিয়া লইয়া গিয়া কানে কানে বলিতে লাগিল । ওদিকে গোবিন্দ উদগ্রীব হইয়া আড়চোখে চাহিয়া দেখিতে লাগিল । ] ধৰ্ম্মদাস । এ দেশ বড় খারাপ বাবা, ভাড়ার-ট"াড়ার কাউকে দিয়ে বিশ্বেস কোরে না। তেল, ঘন, ঘি, ময়দা অৰ্দ্ধেক সরিয়ে ফেলবে। আমি এখুনি গিয়ে তোমার পিসিমাকে পাঠিয়ে দিচ্চি বাবা, একটি কুটো তোমার নষ্ট হবে না। রমেশ । যে-আঞ্জে — { মুণ্ডিত-শ্মশ্র শীর্ণকায় ও প্রাচীন দীননাথ ভট্টাচাৰ্য্য প্রবেশ করিলেন। ইহার সঙ্গেও দুই-তিনটি ছেলে-মেয়ে। মেয়েটি সকলের বড়, পরণে একখানি শতচ্ছিন্ন ভুরে কাপড় ] দীননাথ। কৈ গো বাবাজী, কোথায় গো ? গোবিন্দ । ( উঠিয়া দাড়াইয়া ) এস নীমুদ, বোস। বড় ভাগ্যি আমাদের ষে আজ তোমার পায়ের ধূলো পড়লো। ছেলেটা এক সারা হয়ে যায় তা তোমার ত— [ ধৰ্ম্মদাস কটু-মটু করিয়া তাহার প্রতি চাহিল ] গোবিনা । তা তোমরা ত কেউ এদিক মাড়াবে না দাদা । নীচু । আমি ত ছিলাম না ভায়া, তোমার বৌঠাকরণকে আনতে র্তার বাপের বাড়ি গিয়েছিলাম। বাবাজী কোথায় ? শুনচি নাকি ভারি আয়োজন হচ্ছে । পথে ও গায়ের হাটে শুনে এলাম খাইয়ে দাইয়ে ছেলে-বুড়োর হাতে নাকি ষোল পাত লুচি আর চার জোড়া করে সন্দেশ দেওয়া হবে। গোবিন্দ। (গলা খাটো করিয়া ) তা ছাড়া হয়ত একখানা করে কাপড়ও— [ রমেশের প্রবেশ ] দৗমুদী, এই আমার রমেশ । তা তোমাদের পাচজনের বাপ-মায়ের আশীৰ্ব্বাদে যোগাড়-সোগাড় ত এক রকম করচি, কিন্তু বেণী একেবারে উঠে-পড়ে লেগেচে । এই আমার কাছেই দু’বার লোক পাঠিয়েচে । তা আমার কথা না হয় ছেড়েই দিলে, রমেশের সঙ্গে আমার নাড়ীর টান রয়েচে, কিন্তু এই যে দীমুদ, ধৰ্ম্মদাসদা এরাই কি বাবা তোমাকে ফেলতে পারবেন ? দীমুদা ত পথ থেকে শুনতে পেয়ে ছুটে আসছেন । ওরে, ও ষষ্ঠীচরণ, তামাক দে না রে! বাবা রমেশ, একবার এদিকে এসে দিকি, একটা কথা বলে নিই। [ তৃত্য আসিয়া দীমুর হাতে হক দিয়া গেল এবং গোবিন্দ রমেশকে আর একদিকে সরাইয়া লইয়া গিয়া চাপা গলায় ] গোবিন্দ। ভেতরে বুঝি ধর্শ্বাস-গিরি আসচে? খবরদার বাবা, খবরাবিষ্টলে বামুন যতই ফেসিলাক, কখনো তার হাতে ভাড়ার-টাড়ার দিও না, মাঙ্গ רגל