পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ অৰ্দ্ধেক ফাক করে দেবে । বলি, তোমার ভাবনা কি বাবা ? তোমার যে আপনার মামী রয়েচে আমি গিয়েই তাকে পাঠিয়ে দিচ্চি, নাড়ীর টানে সে যেমন করবে আর কি কেউ তেমন পারবে ? না, কখনো পারে ? [ শিশু দুটা ছুটিয়া আসিয়া দীচুর কাধের উপর ঝুলিয়া পড়িল শিশুর । বাবা সন্দেশ থাবো । t দীচু । ( একবার রমেশ ও একবার গোবিন্দের প্রতি চাহিয়া ) সন্দেশ কোথায় পাব রে ? সন্দেশ কই ? { দীমুর মেয়ে অন্তরালে অঙ্গুলি নির্দেশ করিয়া ] দীমুর মেয়ে । কেন, ঐ যে হচ্চে বাবা— [ বাকী ছেলেমেয়েরা নাকি কাদিতে কঁাদিতে আসিয়া ধৰ্ম্মদাসকে ঘিরিয়া ধরিল ] ছেলেমেয়েরা । আমরাও দাদামশাই— রমেশ । ( অগ্রসর হইয়া ) বেশ ত, বেশ ত, ও আচাযিামশাই, বিকেলবেলায় ছেলেরা সব বাড়ি থেকে বেরিয়েচে, খেয়ে ত আসেনি। (অন্তরালবত্তী ময়রার উদ্দেশ্যে ) ওহে ও, কি নাম তোমার ; নিয়ে এস ত ঐ থালাটা এদিকে । আচার্য্যিমশাই, দেখুন ত যেন দেরি না হয়। [ ভৈরব আচাৰ্য্য ভিতরে চলিয়া গেল এবং ক্ষণকাল পরেই ময়রা সন্দেশের থালা আনিতেই ছেলেরা উপুড় হইয়া পড়িল-বাটিয়া দিবার অবকাশ দেয় না এমনি ব্যস্ত করিয়া তুলিল। ছেলেদের খাওয়া" দেখিতে দেখিতে দীননাথের শুষ্ক-দৃষ্টি সজল ও তীব্র হইয়া উঠিল ] নীহ। ওরে ও খেদি, খাচ্ছিস ত খুব, সন্দেশ হয়েছে কেমন বল দিকি ? খেদি । বেশ বাবা— [ এই বলিয়া সে চিবাইতে লাগিল ] দীচু । ( মৃদু হাসিয়া ঘাড় নাড়িয়া) হাঃ –তোমাদের আবার পছন্দ | মিষ্টি হলেই হ’ল । ই হে কারিকর, এ কড়াটা কেমন নাবালে ? কি বল গোবিন্দ ভায়, এখনো রোদ একটু আছে বলে মনে হচ্চে না ? ময়ূরা । আজ্ঞে, আছে বই কি ! এখনো ঢের বেলা আছে, এখনো সন্ধ্যেঅাহিকের— দীক্ষ। তবে কই দাও নিকি গোবিন্দ-ভায়াকে একটা চেখে দেখুক, কেমন কলকাতার কারিগর তোমরা— [ ময়রা গোবিন ও দীমু উভয়কেই সন্দেশ দিতে গেল ] দীচু । না না, আমাকে আবার কেন ? তবে, আধখানা—আধখানার বেশি ծ ֆԵ