পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्भभ1 নয়। (ছ’কা রাখিয়া দিয়া ) ওরে ও ষষ্ঠীচরণ, একটু জল আন দিকি বাবা, হাতটা ধুয়ে ফেলি । রমেশ । ( ভিতরের দিকে চাহিয়া ) ওরে, অমনি ভিতর থেকে গোটা চারেক রেকারী নিয়ে আসিস্ ষষ্ঠী । গোবিন্দী সন্দেশের চেহারা দেখেই বোধ হচ্চে হয়েছে ভাল। কি হে, ময়ূরার পো, পাকটা একটু নরমই রাখলে বুঝি ? ময়ূরা। আজ্ঞে ই, এ কড়াটা একটু নরমই রেখেচি ! গোবিন্দ । ( হাস্ত করিয়া ) আমরা বুঝি কি-না। তাকালেই ধরে দিতে পারি কোনটা কেমন । ময়রা। আজ্ঞে, আপনারা বুঝবেন না ত বুঝবে কারা । [ ষষ্ঠীচরণ ও আর একজন ভৃত্য রেকারী, জলের গ্লাস প্রভৃতি আনিয়া উপস্থিত করিল, ময়ুর সদেশের থালাটা সম্মুখে আনিয়া রাখিল, এবং ব্রাহ্মণদিগের পাত্রে তুলিয়া দিতে লাগিল। কাহারও মুখে কথা নাই, ছেলে-মেয়েরা এবং ধৰ্ম্মদাস, গোবিন্দ ও দৗচু গোগ্রাসে গিলিতেছে এবং দেখিতে দেখিতে সমস্ত থালাটাই নিঃশেষিত হইয়া গেল । ] দীমু। হা, কলকাতার কারিকর বটে। কি বল ধৰ্ম্মদাসদা ? [ ধৰ্ম্মদাসের কণ্ঠস্বর সদেশের তাল ভেদ করিয়া বেশ স্পষ্ট বাহির হইল না, কিন্তু বুঝা গেল মতের অনৈক্য নাই ] গোবিন্দ । ( নিশ্বাস ফেলিয়া ) ইঃ, ওস্তাদি হাত বটে ! ময়রা। যদি কষ্টই করলেন ঠাকুরমশাই, তা হলে মিহিদানাটাও অমনি পরখ করে দিন । দীচু। মিহিদানা ! কই আনো দিকি বাপু । ময়রা । এই যে আনি । [এই বলিয়া সে চক্ষের পলকে এক থালা মিহিদানা আনিয়া হাজির করিল এবং ব্রাহ্মণদিগের পাত্রে উজাড় করিয়া দিল । মিহিদানা শেষ হইয়া আসিতে বিলম্ব হইল না ] দীমু । ( হাত বাড়াইয়া মেয়ের প্রতি ) ওরে ও খেদি, ধর দিকি মা, এই দুটো মিহিদানা । খেদি । আমি আর খেতে পারবো না বাবা । দীচু। পারবি পারবি। এক টোক জল খেয়ে গলাটা ভিজিয়ে নে দিকি, মুখ মেরে শছে বই ত না । না পারিস আঁচলে একটা গেরো দিয়ে রাখ, কাল সকালে উঠে খাল। । [এই বলিয়া মেয়ের হাতে গুজিয়া দিল ] >孕争