পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রম। কি বলে তাকে তুই ডাকিস ? যতীন। ডাকি ? আমরা ছোটবাবু বলি। রম । ( ভাইটিকে বুকের কাছে টানিয়া লইয়া ) ছোটবাবু কি রে ? তিনি যে তোর দাদা হ’ন । যতীন । ষা:– è রম । যা কি রে ? বেণীবাবুকে যেমন বড়দা বলে ডাকিস, একে তেমনি ছোড়দা বলে ডাকতে পারিস নে ? যতীন । আমার দাদা হ’ন তিনি ? সত্যি বলচ দিদি ? রমা ! সত্যি বলচি রে, তোর ছোড়দা হ’ন তিনি । যতীন । বাড়ি যাবো দিদি ? নরু, হার, সস্তা,—এদের সব গিয়ে বলে আসবো ? [ রমা ঘাড় নাড়িয়া নিষেধ করিল ] যতীন । এতদিন তিনি কোথায় ছিলেন দিদি ? রমা। এতদিন লেখাপড়া শিখতে বিদেশে ছিলেন। তুই বড় হলে তোকেও এমনি কোরে বিদেশে গিয়ে থাকতে হবে যতীন, আমাকে ছেড়ে পারবি ত থাকতে ? যতীন । ( বার দুই-তিন অনিশ্চিতভাবে মাথা নাড়িল ) ছোড়দার সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি ? রুমা । ই ভাই, তার সব পড়া সাঙ্গ হয়ে গেছে । যতীন । কি করে তুমি জানলে ? রমা ! ( ক্ষণকাল স্তব্ধ থাকিয়া ) নিজের পড়া শেষ না হলে কি কেউ পরের ছেলের জন্যে এত দিতে পারে ? এটুকু বুঝি তুই বুঝতে পারিসনে ? تry যতীন । ( মাথা নাড়িয়া জানাইল সে পারে ) আচ্ছা, ছোড়দা কেন আমাদের বাড়ি আসেন না দিদি, বড়দা ত রোজ রোজ যান ? রম। তুই তাকে ডেকে আনতে পারিসনে ? যতীন। এখুনি যাব দিদি ? রমা ! ( ভয়-ব্যাকুল দুই হাতে তাহাকে বুকে জড়াইয়া) ওরে, কি পাগল ছেলে রে তুই ! খবরদার যতীন, কখখনো এমন কাজ করিসনে ভাই, কখখনো করিস নে । যতীন। তোমার চোখে জল এলো কেন দিদি ? তুমি বারণ করলে ত আমি কখখনো কিছু করিনে । রুমা । ( চোখ মুছিয়া ফেলিয়া ) তা ত কর না জানি। তুমি আমার লক্ষ্মী মানিক ছোট্ট ভাই কি না,—তাই । যতীন। বাড়ি চল না দিদি !

  • 》リア