পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጃቫ† রমেশ । হাসচ ধে জ্যাঠাইমা ? বিশ্বেশ্বরী। না হেসে কি করি বল ত বাছ ? হৰ্ণ রে, রাগ করে তুই এই লোকগুলোকেই ছেড়ে যেতে চাস ? আহা, এরা যে কত দুঃখী, কত দুৰ্ব্বল, কত অবোধ তা যদি জানতিস রমেশ, এদের ওপর অভিমান করতে তোর আপনিই লজ্জা হোতে i (রমার প্রতি ) তুমি ষে সেই থেকে ঘাড় হেট করে বসে আছ মা,—হ। রমেশ, তোরা দুই ভাই-বোন কি কথা কোস নে ? রমা । ( তেমনি অধোমুখে ) আমি ত বিরোধ রাখতে চাইনে জ্যাঠাইমা। রমেশদা— রমেশ । ( চমকিয়া ) এ কে, রমা নাকি ? একলা এসেচেন, না সঙ্গে মাসীটিকেও এলেচেন ? বিশ্বেশ্বরী। এ তোর কি কথা রমেশ ? তোদের ভাল কোরে চেনা-শুনা নেই বলেই— রমেশ । রক্ষে কর জ্যাঠাইমা, এর বেশি চেনা-শোনার আশীৰ্ব্বাদ আর কোরো না। বাড়ি গিয়ে মাসীটিকে যদি পাঠিয়ে দেন ত তোমাকে আমাকে দু’জনকেই চিবিয়ে খেয়ে তিনি ঘরে ফিরবেন ! বাপরে পালাই— বিশ্বেশ্বরী । যাসনে রমেশ, শুনে যা । কথা শোন । রমেশ । ( থমকিয়া দাড়াইয়া ) না জ্যাঠাইমা, আমি সমস্ত শুনেচি। যারা অহঙ্কারের স্পৰ্দ্ধায় তোমাকে পৰ্য্যস্ত মাড়িয়ে চলতে চায় তাদের হয়ে তুমি একটা কথাও বোলো না । তোমাকে অপমান করা আমার সইবে না । [ ক্রতপদে প্রস্থান ] রমা। (বিশ্বেশ্বরীর মুখের প্রতি চাহিয়া সহসা কাদিয়া ফেলিল ) তোমাকে অপমান করতে আমি মাসীকে পাঠিয়ে দিই, এ কলঙ্ক আমার কেন জ্যাঠাইমা ? বিশ্বেশ্বরী । ( রমাকে কাছে টানিয়া লইয়া) তোমাকে ও ভুল বুঝেচে যা, যা সত্যি সে ও একদিন জানবেই জানবে । ११9