পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রমেশ । এত নিন্দে কার কাছে শুনলে ? রম । সে শুনেই বা আপনার হবে কি ? ফিরে গিয়ে তার সঙ্গে ঝগড়া করবেন না কি ? -. রমেশ । আমি কি কেবল ঝগড়া করেই বেড়াই ? রমা ! তাই ত করেন । এসে পৰ্য্যস্ত আমার সঙ্গে ত কেবল ঝগড়া করেই বেড়াচ্চেন। মাসিই কি বাড়ির মালিক নাকি, না, আমি তাকে শিখিয়ে দিই যে তিনি বারণ করেচেন বলেই আমাদের মুখ দেখা পৰ্য্যন্ত বন্ধ করেচেন ? পুকুরের মাছ কি আমি চুরি করেছিলাম যে, আমার কাছে পাঠিয়েছিলেন তার কৈফিয়ৎ চাইতে ? রমেশ | কৈফিয়ুং, ত নয়, একটা জবাব । কিন্তু সে জবাবের তো কোন অমৰ্য্যাদা হয়নি রাণী ! বুমা। হয়নি। কিন্তু, হয়নি বলেই ত তার সমস্ত অমৰ্য্যাদার বোঝা গিয়ে চেপেচে আজ আমার মাথায় । এর ভার কি আমি তা জানিনে, না, এ শাস্তি আমি বুঝিনে ? গ্রামে যে যা করবে আপনার বিরুদ্ধে আমিই কি হ’ব তার দায়ী ? আপনার সমস্ত বিতৃষ্ণ কি গিয়ে পড়বে শুধু আমারই ওপরে ? এই ন্যায় বুঝি শিখে এসেচেন বিদেশ থেকে ? - দাসীর প্রবেশ } দাসী । দিদি, নটবর কি জিনিস-পত্র সব বাধবে ? নইলে ছ'টার গাড়ি ত ধরা যাবে না | রমা। তার তাড়াতাড়ি কি কুমুদা ? 拳 দাসী । যে মেঘ করেচে দিদি, রাত্তিরে হয়ত ভয়ানক জল হবে। রম | হ’লই বা । মাঠে বসে ত আর তোরা নেই। দাসী । না, তাই বলচি । [ দাসীর প্রস্থান } রমেশ । তোমাদের বুঝি সন্ধ্যার গাড়িতে যাবার কথা ? রম । ই । আর আপনার ? রমেশ । আমার ? অামার ত কোনমতে কালকের দিনটা এখানে থাকতেই হবে । বুমা। একে শরীর ভাল নয়, তাতে বর্ষাকাল, থাকবেন কোথায় ? রমেশ । যেখানে হোক। যারা সব পূজো দিতে আসে তারা থাকে কোথায় ? রম। তাদের জায়গা আছে। আপনি ত পুজো দেবেন না, আপনাকে থাকতে দেবে কেন ? রমেশ । ( হাসিয়া ) তাদের গায়ে কি নাম লেখা থাকে নাকি ? রমা । ( হাসিয়া ) থাকে। ভক্ত-লোকের বাবার কৃপায় পড়তে পারে। অভক্তদের তারা দূর করে দেয়। বিছানা-টিছানা কিছুই সঙ্গে আনেননি ত ? ३३br