পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম বেণী। দরওয়ান আর গোপাল নস্করকে পাঠিয়েচি পাহারা দিতে। জার খবর পাঠিয়েচি রমার পীরপুরের প্রজা আকবর লেঠেল আর তার দুই ব্যাটাকে । একশো জনের মোয়াড় আটকাতে পারে তারা । গোবিদ। ঠিক করেচ বাবা । কলকেটি সেজে ফু দিচ্চি, আর তোমার চাকর গিয়ে হাজির ৷ বলি ভিজতে ভিজতে কেন রে হরি ? বলে, বড়বাবু তোমাকে ডাকচে । মিথ্যে বলব না বাবা, হাতের ইকো হাতে রইল, একবার টানবার সময় হল না। ছাতি আর ছড়িটি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। তোমার খুড়ি বললে, এ দুৰ্য্যোগে যাও কোথা ? বললুম, থাম্ মাগী, আবার পিছু ডাকে । দেখচি বড়বাবু ডাকতে পাঠিয়েচে না ? তবে আবার সুযোগ-দুৰ্য্যোগ কি ? বেণী । জান ত খুড়ো তোমার পরামর্শ ছাড়া আমি এক-পা কোথাও চলিনে । আমার কাছে কান্নাকাটি কোরে যখন হোল না, তখন ব্যাটারা গেল ছোটবাবু? কাছে দরবার করতে। স্থোৎকা-গোয়ার, ওর কি ! হয়ত বলে বসবে, হোকগে লোকসান আমাদের, দে তোরা বঁধে কেটে । গোবিন্দ। পারে, ও হারামজাদা সব পারে বড়বাবু। গলা ছোট করিয়া ) বলি রমাকে একটা খবর দিয়ে রেখেছ ত ? সে ছুড়ীরও সব সময়ে মেজাজের ঠিক থাকে না । গরীব-দুঃখীর কান্না দেখলে হয়ত বা সায় দিয়েই বসবে। বেণী । নাঃ—সে ভয় নেই খুড়ে, তাকে আমি সকালবেলাতেই টিপে দিয়ে রেখেচি, কাল রাত্তির থেকেই একটা কান-ঘুষো শুনচি কি না। ঐ যে ! আবার ক'ব্যাট এই দিকেই আসচে। কৃষকেরা। (সমস্বরে) দোহাই বড়বাৰু, গরীবদের বঁাচান। এ আবাদ পচে গেলে আমরা ছেলে পুলে নিয়ে অনাহারে মরব। গোবিন্দ। কেন হে সনাতন, মুকুকিরা ছুটে গেলেন যে ছোটবাবুর কাছে। এখন বঁচোন না তিনি। সনাতন। যে গেছে সে গেছে গঙ লীমশাই, আমরা এই পা দুটিই জানি, এই পা ধরেই পড়ে থাকব । ( বেণীর পদতলে পড়িয়া ক্ৰন্দন ) ২য় কৃষক । ( বেণীর পদতলে পড়িয়া ) আমাদের রাখতে হয় রাখুন, মারতে হয় মারুন,-পা আমরা ছাড়ব না । বেণী । ( জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া ) যা—যা—আমি দু’শো টাকার জলকর নষ্ট করতে পারব না। চল খুড়ো তারা ষাই, আমাদের আরও কাজ আছে । { বেণী ও গোবিন্দ যাইতে উদ্যত হইল ] কৃষকেরা। বড়বাবু-গাজুলীমশাই, তবে কি সত্যিপত্যিই আমরা মারা যাব ? ३♚}