পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমী মুখে যা বেধেছে, নারী হয়ে তোমার মুখে তা বাধেনি।—একটা কথা তোমাকে অtঞ্জ বলে যাই রমা। আমি এর চেয়েও ঢের বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু সংসারে যত পাপ আছে, মানুষের দয়ার ওপর জুলুম করাটাই সবচেয়ে বড়। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের ফন্দি করেচ । [ রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় নিঃশব্দে চাহিয়া রহিল ] রমেশ । আমার দুর্বলতা কোথায় সে তোমাদের অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আজ একবিন্দু রস পাবে না। কিন্তু কি আমি করব তাও তোমাকে জানিয়ে দিয়ে যাই । এখুনি নিজে জোর করে বাধ কাটিয়ে দেব,-- তোমরা পার আটকাবার চেষ্টা করোগে । [এই বলিয়া রমেশ চলিয়া যাইতেছিল, রমা ফিরিয়া ডাকিয় ] রম । শুনুন । আমার বাড়িতে দাড়িয়ে আমাকে যত অপমান করলেন, আমি তার একটারও জবাব দেব না । কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবার চেষ্টা করবেন না । রমেশ । কেন ? রম । কারণ, এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না । আর রমেশ । আর কি ? রম । আর, আর,—হয়ত, আকবর সর্দারের দল এসে পড়েচে । রমেশ । কারা তোমার আকবর সর্দারের দল আমি জানিনে—জানতেও চাইনে। কলহ-বিবাদের অভিরুচি আমারও নেই, কিন্তু, তোমার সপ্তাবের মূল্যও আর আমার কাছে কিছুমাত্র নেই। [ দ্রুতপদে প্রস্থান ] [ মাসির প্রবেশ ] মালি । কে অমন কোরে ইকো-হাকি করছিল রে রমা, যেন চেনা-গলা ? রম । কেউ না । মাসি। না বললেই শুনব ? সন্ধেটি দিয়ে আহ্নিক করতে বসেচি, যেন ষাড় চেঁচানো চেঁচাচ্ছে। আহিক ফেলে রেখে উঠে আসতে হোল । রম। সে চলে গেছে। তুমি ফিরে গিয়ে আবার অাহিকে বোসগে মাসি। कूष्मां ! [ দাসীর প্রবেশ ] কুমুদা। কেন দিদি । ঘুমা। একবার জ্যাঠাইমার ওখানে যাব, আমার সঙ্গে চল । ३♚é