পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰই মালি । সেখানে আবার কিলের জন্তে ? রম। দেখ মাসি, সব কথাই তোমাকে জানতে হবে তার মানে নেই। চল কুমুদা। কুমুদা। চল দিদি। 3. [ উভয়ের প্রস্থান ] মাসি। বাপরে ! যেন মার-মূখী ! তবু যদি না লোকে তারকেশ্বরের কথা শুনত ! আমি তাই লোকের সঙ্গে ঝগড়া করে মরি ? [ প্রস্থান ] [ বেণী, গোবিন্দ, আহত আকবর ও তাহার দুই পুত্র গহর ও ওস্মানের প্রবেশ ] আকবর। (খুটি ঠেস্ দিয়া বসিয়া পড়িল। তাহার সমস্ত মুখ রক্তে ভাসিতেছে ) আল্লা ! গহর। ( নিজের রক্তধারা হাত দিয়া মুছিয়া ফেলিয়া ) বাপজান, দরদ কি বেশি মালুম হচ্চে ? আকবর। আল্লা ! বেণী। কথা শোন আকবর । থানায় চল। সাত বছর যদি না তাকে দিতে পারি ত ঘোষাল বংশের ছেলে নই আমি । [ রমার প্রবেশ ] রম। অ্যা ! এমনধারা কে করলে তোমাদের আকবর ? ( এই বলিয়া সে অদূরে বসিয়া পড়িল ) আকবর। (আকাশের প্রতি হাত তুলিয়া ) আল্লা ! বেণী । আল্লা । আল্লা ! এখানে বসে আল্লা আল্লা করলে হবে কি ? বলটি থানায় চল। যদি না এর শোধ দশ বচ্ছর ঠেলতে পারি ত,—বুমা, তুমি চুপ করে রইলে কেন ? বল না একবার থানায় যেতে । রমা। কে তোমাকে এমন কোরে জখম করলে অক রি ? আকবর। ছোটবাবু, দিদিঠাকরাণ । রম। এ কি কখনো হতে পারে আকবর ? ছোটবাৰু একলা তোমাদের তিন বাপ-ব্যাটাকে জখম কোরে দিলে ? এ যে তিনশো জনে পারে না ! আকবর। তাই ত হোলো দিদিঠাকরাণ। সাবাস | মায়ের দুধ খেয়েছিল বটে। লাঠি ধরলে বটে ! গোবিন্দ। সেই কথাই ত থানায় গিয়ে বলতে বলচি রে ব্যাটা । কার লাঠিতে তুই জখম হলি ? ছোটবাবুর, না সেই হারামজাদা ভোজোৱ ? - אפוא