পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

षं श्]ि [ রমেশের বাটীর অস্তঃপুর । তাহার শয়ন-কক্ষে বসিয়া রমেশ গভীর রাত্রি পর্যন্ত লেখাপড়া করিতেছিল। অকস্মাং নেপথ্যে কাহাল্প ক্ৰন্দনের শব্দ শুনা গেল, এবং পরক্ষণে ভৈরব আচাৰ্য্য গোপাল সরকারের গলা জড়াইয়া মড়া-কান্না কঁাদিতে কঁাদিতে প্রবেশ করিল। রমেশ ব্যস্ত হইয়া উঠিয়া দাড়াইল ] ভৈরব। ( সরোদনে ) বাৰু, আমি ধনে-প্রাণে মারা গেছি। রমেশ। ব্যাপার কি সরকারমশাই ? গোপাল সরকার। কাজ সেরে শুতে যাচ্ছিলেম বাৰু, হঠাৎ কোথা থেকে ছুটে এসে আচার্যামশাই গলা জড়িয়ে ধরেচে। গলাও ছাড়ে না, কান্নাও থামায় না। রমেশ । কি হ’লো আচার্য্যিমশাই ? ভৈরব । বাবু গো, আমি একেবারে গেছি। ছেলেপুলের হাত ধরে একবার গাছতলায় শুতে হবে । রমেশ । গাছতলায় কেন ? ঘর কি হ’লো ? ভৈরব। আর নেই,—নিলেম করে নিয়েচে । রমেশ । এই ত সকালেও ছিল। এরই মধ্যে কে নিলেম করে নিলে ? ভৈরব। কে এক সনৎ মুখুয্যে বাবু, গোবিন্দ গাঙলীর খুড়শ্বশুর। [ ক্ৰন্দন ] গোপাল। আরে, আমার গলা ছাডুন না। বাবুকে সমস্ত বুঝিয়ে বলুন,— কে নিলে, কেন নিলে, খামোক আমাকে জড়িয়ে ধরে থাকলে কি হবে ? ছাডুন। ভৈরব। (গলা ছাড়িয়া ) এক হাজার সাতাশ টাকা পাচ আন ছ’পাই,— বাবু গো, ধনে-প্রাণে মারা গেলাম । গোপাল। টাকা কৰ্জ নিয়েছিলেন ? ভৈরব । না, এক পয়সা না সরকারমশাই। দেন মিথ্যে, খত মিথ্যে – কবে নালিশ হ’লো, কবে শমন হ’লো, কবে ডিক্রি হয়ে বাড়ি-ঘর-দোর নিলাম হয়ে গেল—কিছুই জানিনে বাৰু। কাল কানাযুধে খবর পেয়ে সদরে গিয়ে টের পেলাম—ছেলে-পুলে নিয়ে আমাকে গাছতলায় শুতে হবে। এক হাজার সাতাশ টাকা পাচ আন ছ'পাই— রমেশ । এমন ভয়ানক কথা ত কখনো শুনিনি সরকারমশাই ? গোপাল। পাড়াগায়ে এমন অনেক হয় বাৰু। যারা গরীব, বড়লোকের কোপে পড়ে তারা সত্যিই ধনে-প্ৰাণে মারা যায়। এ সমস্তই বেণীবাবু, আর ३६ =