পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমা দাসী। এইমাত্র পুজো করতে গেলেন। দেরি হবে না দিদি, একটু বোস না ? [ বেণী প্রবেশ করিল, এবং তাহাকে দেখিয়াই দাসী সরিয়া গেল ] বেণী । তোমাকে আসতে দেখেই এলাম রমা। অনেক কথা আছে। মা বুঝি পূজো করতে গেলেন ? র। তাই ত রাধা বললে । বেণী । অনেক চাল ভেবে কাজ করতে হয় দিদি, নইলে শক্রকে জব্দ করা যায় না। সেদিন মনিবের হুকুমে যে ভজুয়া লাঠি-হাতে বাড়ি চড়াও হয়ে মাছ আদায় করতে এসেছিল সে কথা তুমি যদি না থানায় লিখিয়ে দিতে, আজ কি ব্যাটাকে এমন হাজতে পোরা যেত ? অমনি ঐ সঙ্গে রমেশের নামটাও যদি দু’কথা বাড়িয়ে-গুছিয়ে লিখিয়ে দিতিস্ বোন্‌! আমার কথাটায়ু তখন তোরা ত কেউ কান দিলিনে।--না না না, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে না। আর তাই যদি হয়, তাতেই বা কি ! জমিদারী রাখতে গেলে কিছুতেই হটলে চলে না ; কিন্তু রমেশও কষ্ট দিতে আমাদের ছাড়বে না, দাদামশায়ের লাখো টাকা মেরেচে,–পীরপুরে খুলচে ইস্কুল। এমনিই ত মুসলমান প্রজারা জমিদার বলে মানতে চায় না, তার উপর লেখাপড়া শিখলে জমিদারী রাখা না-রাখা আমাদের সমান হবে তা এখন থেকে বলে রাখচি । রম । আচ্ছা বড়দা, বিষয়-সম্পত্তি যদি নষ্ট হয়েই যায় তাতে রমেশদার মিজের ক্ষতিও ত কম নয় ? • বেণী । ( ঈষৎ চিন্তা করিয়া ) ছ। কি জানো রম, এতে নিজের ক্ষতি ভাববার বিষয়ই নয়। আমরা দু'জনে জবা হলেই ও খুশী। দেথচ না এসে পৰ্য্যন্ত কি রকম টাকা ছড়াচ্চে। ছোটলোকদের মধ্যে ছোটবাবু ছোটবাবু একটা সাড়া পড়ে গেছে। যেন ওই একটা মানুষ, আর আমরা দু'ধর কিছুই নয় ; কিন্তু বেশিদিম এ চলবে না। ওই যে তাকে পুলিশের নজরে তুমি খাড়া করে দিয়েচ বোন, এতেই তাকে শেষ হতে হবে। রমা। আমি লিখিয়ে দিয়েছিলাম রমেশদা জানতে পেরেচেন ? বেণী । ঠিক জানিনে ; কিন্তু জানতে পারবেই। ভজুয়ার মামলায় সব কথাই উঠবে কি না । রমা। (ক্ষণকাল নিস্তত্ত্ব থাকিয়া) আচ্ছা বড়দা, আজকাল ওঁর নামই বুঝি সকলের মুখে মুখে ? বেণী তা একরকম তাই বটে। কিন্তু আমিও অল্পে ছাড়ব না রমা । সে লেখাপড়া শিখিয়ে সমস্ত প্রজা বিগড়ে তুলবে, আর জমিদার হয়ে আমি মুখ বুজে সইব ত যেন কেউ স্বপ্নেও না ভাবে। এই ব্যাট ভৈরব আচায্যি ভজুয়ার হয়ে সাক্ষী দিয়ে কি কোরে মেয়ের বিয়ে দেয়, তা একবার দেখতে হবে। ९३१