পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्रभाँ ভৈরব। (কাদিয়া উঠিয়া) লক্ষ্মীরে, পুলিসে খবর দে রে। মেরে ফেললে রে— রমেশ। চুপ! বলুন, কিসের জন্যে এ-কাজ করলেন ? ভৈরব । মেরে ফেললে রে । বাবারে ! রমেশ । মেরেই ফেলবো । আজ তোমাকে খুন করে তবে বাড়ি যাবে। [এই বলিয়া সে পুনঃ পুনঃ বর্ণকুনি দিতে লাগিল। লক্ষ্মী আসিয়া পড়িয়া আৰ্ত্তনাদ করিতে লাগিল । ইতিমধ্যে বহু লোক সমবেত হইয়া চারিদিক হইতে উকি-ঝুকি মারিতে লাগিল ] [ দ্রুতবেগে রমার প্রবেশ ] রমা। (রমেশের হাত চাপিয়া ধরিয়া ) হস্থেচে,–এবার ছেড়ে দাও । রমেশ । কেন শুনি ? রমা। এই লোকটার গায়ে তুমি হাত দেবে ? রমেশ । একে আমি কিছুতেই ছাড়বে না । রমা । ( জোর করিয়া হাত ছাড়াইয়া দিয়া ) এত লোকের মাঝখানে তোমার লজ্জা করে না, কিন্তু আমি যে লজ্জায় মরে যাই রমেশদা। বাড়ি যাও। রমেশ । ( মুহূৰ্ত্তকাল বিহ্বল-চক্ষে তাহার প্রতি চাহিয়া থাকিয়া) আচ্ছা । বাড়িই চললাম । [ রমেশ ধীরে ধীরে প্রস্থান করিতে বেণী, গোবিন্দ প্রভৃতি সকলে ভিড় করিয়া আসিয়া পড়িল । ভৈরব বসিয়া পড়িয়া দুই হাটুর মধ্যে মূখ গুজিয়া কাদিতে লাগিল ] গোবিন্দ । বাড়ি চড়াও হয়ে যে আধমরা করে গেল, এর কি করবে এখন সেই পরামর্শ করে । বেণী । আমিও ত তাই বলি । রম । কিন্তু এ-পক্ষের দোষও ত কম নয় বড়দা ? তা ছাড়া হয়েচেই বা কি যে, এই নিয়ে হৈ চৈ করতে হবে। বেণী । বল কি রুমা, এ কি সোজা ব্যাপার হোলো ? আমরা সবাই না থাকলে ত সে খুন করে যেতো । রম | করলে ত আমরা আটকাতে পারতাম না বড়দা । লক্ষ্মী। তুমি ত ওর হয়ে বল’েই রমাদি। তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে ফেলে গেলে কি করতে বল ত ? রমা। আমার বাপ ও তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী, তুমি সে তুলনা কোরো না ; কিন্তু আমি কারও হয়েই কথা বলিনি, ভালোর জন্যেই বলেচি । লক্ষী । বটে ! ওর হয়ে কোদল করতে তোমার লজ্জা করে না ? বড়লোকের