পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমা কলিকাল,—এরই নাম কাল-মাহাত্ম্য। ভালো ছাড়া কথনে কারো মন্দ করিনে, মন্দ করার কথা ভাবতে পারিনে। জগতে আমার এমন হবে না তো হবে কার? বিদ্যাসাগরের কি হয়েছিল ? গল্প শুনেচে ত ! গোবিন্দ। তা আর শুনিনি । বেণী । তবে তাই। দোষ দেবো কাকে ? (ভৈরবকে দেখাইয়া ) এ কে রক্ষা করতে না যেতাম ত কোন কথাই হতো না ! কিন্তু সে ত আর আমি প্রাণ থাকতে পারিনে । छूउँौञ्च नृथ) বনাকীর্ণ নির্জন গ্রাম্য পথ [ রমেশ দ্রুতপদে প্রবেশ করিল। রমা অন্তরাল হইতে ডাকিল— রমেশদা ! এবং পরক্ষণেই সম্মুখে আসিয়া হাজির হইল ] রমেশ । রমা ! এতদূর এই নির্জন পথে তুমি ? রম। আমি জানি পীরপুরের ইস্কুলের কাজ সেরে এই পথে তুমি নিত্য যাও। রমেশ । তা যাই। কিন্তু তুমি কেন ? রম । শুনেছিলাম এখানে আর তোমার শরীর ভাল থাকচে না । এখন কেমন আছে ? - রমেশ । ভালো নয়। মনে হয় রোজ রাত্রেই যেন জ্বর হয়। রম । তা হলে কিছুদিন বাইরে ঘুরে এলে ভাল হয়। রমেশ । (হাসিয়া ) ভাল ত হয় জানি, কিন্তু যাই কি কোরে ? রম | হাসলেন যে বড় ? আপনি বলবেন আপনার অনেক কাজ, কিন্তু এমন কাজ কি আছে যা নিজের শরীরের চেয়েও বড় ? রমেশ । নিজের শরীরটা যে ছোট জিনিস তা অামি বলিনে। কিন্তু এমন কাজ মানুষের আছে যা এই দেহটার চেয়েও বড়। কিন্তু সে ত তুমি বুঝবে না রমা। রম । আমি বুঝতেও চাইনে। কিন্তু আপনাকে আর কোথাও যেতেই হবে। সরকারমশাইকে বলে দিয়ে যান আমি তার কাজ-কৰ্ম্ম দেখবো । রমেশ । তুমি দেখবে আমার কাজ-কৰ্ম্ম ? রম । কেন, পারবো না ? রমেশ। পারবে। হয়ত আমার নিজের চেয়েও ভাল পারবে, কিন্তু পেরে কাজ নেই। আমি তোমাকে বিশ্বাস করবো কি কোরে ? 袋载领