পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३भाँ বিশ্বেৰী । কিন্তু তার মিয়াদের কালও পূর্ণ হয়ে এলো। মুক্তি পেতে আর বেশি দিন নেই । রমা। তার মুক্তি হবে, কিন্তু তার সেই নিবিড় ঘৃণা থেকে ইহজীবনে আমার ত মুক্তি নেই মা । [ বৃদ্ধ সনাতন হাজরাকে লইয়া বেণীর প্রবেশ ] বেণী। এই আমাদের তিনপুরুষের প্রজা। স্বমুখ দিয়ে যাচ্ছিলেন, ডাকতে।তবে বাড়ি ঢুকলেন। ইরে সনাতন, এত অহঙ্কার কবে থেকে হোল রে ? বলি তোদের ঘাড়ে কি আর একটা কোরে মাথা গজিয়েচে রে ? সনাতন। দুটাে করে মাথা আর কার থাকে বড়বাৰু? আপনাদেরই থাকে না ত আমাদের মত গরীবের । বেণী । কি বললি রে হারামজাদা ! সনাতন । দুটো মাথা কারো থার্কে না বড়বাবু, সেই কথাই বলেচি,—আর কিছু নয় । গোবিন্দ গাঙলীর প্রবেশ ] গোবিন্দ। তোদের বুকের পাট শুধু দেখচি আমরা ! মায়ের প্রসাদ পেতেও কেউ তোরা এলিনে, বলি, কেন বল ত রে ? সনাতন। (হাসিয়া ) আর বুকের পাণ ! যা করবার সে ত আমার করেচেন । সে যাক। কিন্তু মায়ের প্রসাদই বলুন, আর যাই বলুন, কোন কৈবৰ্ত্তই আর বামুনবাড়িতে পাত পাতবে না। এত পাপ যে মা বম্বমাতা কেমন করে সইচেন, তাই আমরা কেবল বলাবলি করি । ( নিশ্বাস ফেলিয়া রমার প্রতি চাহিয়া ) একটু সাবধানে থেকে দিদিঠাকরুণ, পীরপুরের ছোড়ার দলটা একেবারে ক্ষেপে রয়েচে । এর মধ্যেই দু'তিনবার তারা বড়বাবুর বাড়ির চারপাশে ঘুরে গেছে-সামনে পায়নি তাই রক্ষে । ( বেণীর প্রতি ) একটু সামলে-মুমলে থাকবেন বড়বাবু, রাতবিরেতে আর বার হবেন না । [ বেণী কি-একটা বলিতে গেল, কিন্তু ভয়ে তাহার মুখ দিয়া কথা বাহির হইল না । ] রমা । ( স্নেহার্জ-কণ্ঠে ) সনাতন, ছোটবাবুর জন্যেই বুঝি তোমাদের সর্ব রাগ এত ? সনাতন । মিথ্যে বোলে আর নরকে যাব না দিঠিাকরুণ, তাই বটে। তবে, পীরপুরের লোকগুলোর রাগটাই সবচেয়ে বেশি। তারা ছোটবাবুকে দেবতা মনে করে। রম । ( আনন্দ্বোজ্জল মুখে) তাই নাকি সনাতন ? বেণী । (সনাতনের হাত চাপিয়া ধরিয়া ) তোকে একবার দারোগার কাছে 象够》