পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

#द्र९-नांश्ङिj-ज९4श् ब्रैंभां । ८कन यTॉर्टाइंभ ? বিশ্বেশ্বরী। আমি ত তোর মায়ের মত বুমা— রমা । মত কেন জ্যাঠাইমা, তুমিই ত আমার মা । বিশ্বেৰী। (হেট হইয়া রমার ললাটে চুম্বন করিলেন) তবে সত্যি, করে বল দেখি মা, তোর কি হয়েচে ? রমা । অসুখ করেচে জ্যাঠাইলা । বিশ্বেশ্বী। রেমার রক্ষ চুলগুলিতে হাত বুলাইয়া কহিলেন ) সে তো এই দুটাে চামড়ার চোখেই দেখতে পাই মা। যা এতে ধরা যায় না তেমনি যদি কিছু থাকে মায়ের কাছে লুকোস্নে রমা। লুকোলে তো অসুখ সারবে না মা । রমা । ( কিছুক্ষণ জানালার বাহিরে নিঃশবে চাহিয়া থাকিয় ) বড়দা কেমন আছেন জ্যাঠাইমা ? বিশ্বেশ্বরী। মাথার ঘা সারতে দেরি হবে বটে, কিন্তু হাসপাতাল থেকে পাচছয় দিনেই বাড়ি আসতে পারবে -দুঃখ কোরো না মা, এই তার প্রয়োজন ছিল । এতে তার ভালোই হবে । ভাবচো, মা হয়ে সস্তানের এত বড় দুর্ঘটনায় এ-কথা বলচি কি কোরে ? কিন্তু তোমাকে সত্যি বলচি রম, এতে আমি ব্যথা বেশি পেয়েচি কি আনন্দ বেশি পেয়েচি বলতে পারিনে। অধৰ্ম্মকে যারা ভয় করে না, লজ্জা যাদের নেই, প্রাণের ভয়টা যদি না তাদের তেমনি বেশি থাকে মা, সংসার ছার-থার হয়ে যায় । তাই কেবলই মনে হয়, এই চাষার ছেলে বেণীর যে মঙ্গল করে দিয়ে গেল পৃথিবীতে কোন আত্মীয় বন্ধুই তার সে ভাল করতে পারতো না। কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না মা, তাকে আগুনে পোড়াতে হয় । রমা । কিন্তু এমনধারা ত আগে ছিল না জ্যাঠাইমা । কে দেশের চাষীদের এ-রকম কোরে দিলে ? জ্যাঠাইমা । সে কি তুই নিজেই বুঝিনি মা, কে এদের বুক এমন কোরে ভরে দিয়ে গেছে । ওরা ভাবলে তাকে যেমন কোরে হোক জেলে বন্ধ করলেই আপদ চু ফল। কিন্তু এ-কথা তারা ভাবলে না যে, আগুন জলে উঠে শুধু শুধু নেবে না । জোর করে নেবালেও সে আশে-পাশের জিনিস তাতিয়ে দিয়ে যায় । রম । কিন্তু এই কি ভালো জ্যাঠাইমা ? বিশ্বেশ্বরী । ভাল বই কি মা। এক দিকে প্রবলের অত্যাচার করবার অখও পদ্ধ, অন্য দিকে নিরুপায়ের সঙ্ক করবার তেমনি অবিচ্ছিন্ন ভীরুতা,—এই দুই-ই যদি সে খৰ্ব্ব করে থাকে মা, বেণীর কথা মনে করে আমি কোনদিন দীর্ঘশ্বাস ফেলব না । বরঞ্চ এই প্রার্থনা করব, সে আমার ফিরে এসে দীর্ঘজীবী হয়ে যেন এমনি কোরেই কাজ করতে পারে। রম, এক সপ্তান যে কি সে শুধু মায়েই জানে। বেণীকে যখন Rets