পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्र#ी তাঁরা রক্তমাখা অবস্থায় পান্ধিতে করে হাসপাতালে নিয়ে গেল, তখন যে আমার কি হয়েছিল তোমাকে বোঝাতে পারব না। কিন্তু তবুও কারুকে আমি অভিশাপ দিতে পারিনি। এ-কথা ত ভুলতে পারিনি মা যে, ধৰ্ম্মের শাসন মায়ের মুখ চেয়ে থাকে না । রম । তোমার সঙ্গে তর্ক করুচিনে জ্যাঠাইমা, কিন্তু এই যদি সত্যি হয়, তবে রমেশদা কোন পাপে এ দুঃখ ভোগ করেচেন ? আমরা যা কোরে তাকে জেলে দিয়েচি এ-কথা ত কারও অগোচর নেই। বিশ্বেশ্বরী। নেই বলেই ত বেণী আজ হাসপাতালে। আর তোমার – কি জানি মা, কোন কাজই কোনদিন শুধু শুধু শূন্যে মিলিয়ে যায় না। তার শক্তি কোথাও না-কোথা ও গিয়ে কাজ করেই । কিন্তু কি কোরে করে তা সকল সময় ধরা পড়ে না বলেই আজ পর্য্যস্ত এ সমস্তার মীমাংসা হোলো না, কেন একের পাপে অন্যে প্রায়শ্চিত্ত করে । কিন্তু করতে যে হয় রমা, তাতে ত সংশয় নেই। [ রমা নীরবে দীর্ঘশ্বাস মোচন করিল ] বিশ্বেশ্বরী। এর থেকে আমারও চোখ ফুটেচে মা, ভাল করব বললেই সংসারে ভাল করা যায় না। গোড়ার ছোট-বড় অনেকগুলো সিড়ি উত্তীর্ণ হবার ধৈর্য্য থাকা চাই । একদিন রমেশ হতাশ হয়ে যখন চলে যেতে চেয়েছিল তখন আমিই তাকে যেতে দিইনি। তাই তার জেলের খবর শুনে মনে হয়েছিল আমিই যেন তাকে জেলে পাঠালাম। তখনও ত জানিনি মা-বাইরে থেকে ছুটে এসে ভাল করতে যাওয়ার বিড়ম্বন এত । সে কাজ এত কঠিন । রমা । কেন জ্যাঠাইমা ? বিশ্বেশ্বৰী । আগে যে দশের সঙ্গে এক হয়ে মিলতে হয়, সে কথা ত তখন মনেও ভাবিনি। প্রথম থেকেই সে তার মন্ত জোর, মস্ত প্রাণ নিয়ে এতই উচুতে এসে দাড়াল যে কেউ তার নাগালই পেল না । কিন্তু এখন ভাবি তাকে নাবিয়ে এনে ভগবান মঙ্গল করেচেন। রম । ভগবান নয় জ্যাঠাইমা—আমরা ; কিন্তু আমাদের অধৰ্ম্ম তঁকে কেন নাবিয়ে আনবে ? বিশ্বেশ্বরী । আনবে বই কি মা, নইলে পাপ আর এত ভয়ঙ্কর কেন ? উপকারের প্রত্যুপকার কেউ যদি না-ই করে, এমন কি উন্টে অপকার করে, তাতেই বা কি আসে-যায় মা, মানুষের কৃতঘ্নতায় যদি না দাতাকে নাবিয়ে আনে । তুই বলচি রম, কিন্তু তোদের গ্রাম কি আর রমেশকে ঠিক তেমনটি ফিরে পাবে ? তোরা স্পষ্ট দেখতে পাবি, সে যে হাত দিয়ে দশের কল্যাণ করে বেড়াত, তার সেই રેશ્વ૧