পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমী স্কুলতে পারবেন না ?-জ্যাঠাইমা, শুধু একটি জায়গায় আমরা দূরে যেতে পারিনি। তোমাকে আময় দু’জনেই ভালোবেসেছিলাম । [ বিশ্বেশ্বী নিঃশৰে তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিলেন ] রম। সেই জোরে একটি দাবী তোমার কাছে আজ রেখে যাব । যখন আমি আর থাকব না, তখনও যদি আমাকে তিনি ক্ষমা করতে না পারেন, শুধু এই কথাটি আমার হয়ে তাকে বোলো, যত মন্দ বলে আমাকে তিনি জানতেন, তত মন্দ আমি ছিলুম না। আর যত দুঃখ তাকে দিয়েচি, তার অনেক বেশি দুঃখ যে আমি নিজেও সয়েচি,—তোমার মুখের এই কথাটি হয়ত তিনি অবিশ্বাস করবেন না। বিশ্বেশ্বরী। তবে, চল মা আমরা কোন তীর্থস্থানে গিয়ে থাকি। যেখানে রমেশ নেই, বেণী নেই, যেখানে চোখ তুললেই ভগবানের মন্দিরের চুড়ে চোখে পড়ে, সেইখানে যাই । আমি সমস্ত বুঝতে পেরেচি রমা। যদি যাবার দিনই তোর এগিয়ে এসে থাকে ম, তবে এ বিষ বুকের মধ্যে নিয়ে আর যাব না-সমস্ত এখানেই নিঃশেষ করে ফেলে রেখে যাব। কেমন, পারবি ত মা ? রমা। (বিশ্বেশ্বরীর জামুর উপর মুখ লুকাইয়া আকুল হইয়া কাদিয়া ফেলিল, কহিল—) আমি আর পারিনে জ্যাঠাইমা, আমাকে এখান থেকে তুমি নিয়ে চল। চতুর্থ দৃশ্য কারা-প্রাচীরের সম্মুখের পথ [ এক দিক দিয়া রমেশ প্রবেশ করিল ও অপর দিক দিয়া বেণী—তাহার । মাথায় ব্যাণ্ডেজ বাধা-স্কুলের হেড মাস্টার বনমালী ও কয়েকজন ছাত্র। পশ্চাতে বেণীর অমুগত আরও দুই-চারিজন লোক ] «irsk বেণী । (রমেশকে আলিঙ্গন করিয়া) রমেশ, ভাই রে, নাড়ীর টান যে এমন টান এবার তা টের পেয়েচি। রমা যে আচায্যি হারামজাদাকে হাত কোরে এত শত্রুত করবে, লজ-সরমের মাথা খেয়ে নিজে এসে মিথ্যে সাক্ষী দিয়ে এত দুঃখ দেবে, সে-কথা জেনেও যে জানিনি, ভগবান তার শাস্তি আমাকে দিয়েচেন। জেলের মধ্যে তুই বরং ছিলি ভাল ভাই, বাইরে থেকে এই ক'টা মাস আমি যে তুষের আগুনে জলে-পুড়ে গেছি। [ রমেশ হতবুদ্ধির মত কি যে করিবে ভাবিয়া পাইল না। বনমালী ও । ছেলেরা অগ্রসর হইয়া পায়ের ধূলা লইল ] २***