পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ৰেণী । (কাদিয়া ফেলিয়া ) দাদার ওপর অভিমান রাখিদুনে ভাই, বাড়ি চল। মা কেঁদে কেঁদে ছ'চক্ষু অন্ধ করবার যোগাড় করেচেন। আমরা শুধু প্ৰাণে বেঁচে আাছি রমেশ । রমেশ । ( বেণীর মাথার ব্যাগুেজটা হাত দিয়া দেখাইয়া ) এ কি রড়দ, মাথা ভাগুলো কি করে ? ৰেণী । শুনে আর কি হবে ভাই, আমি কাউকে দোষ দিইনে। এ আমার নিজেরই কৰ্ম্মফল,—আমারই পাপের শাস্তি --জানিস্ত রমেশ, এই আমার জন্মগত দোষ যে, মনে এক, মুখে আর কিছুতে করতে পারিনে । মনের ভাব আর পাঁচজনের মত ঢেকে রাখতে পারিনে বলে কত শাস্তিই যে ভোগ করতে হয়,-কিন্তু তবু ত আমার চৈতন্য হয় না । দোষের মধ্যে সেদিন কঁদিতে কঁদিতে বলে ফেলেছিলাম, রম, আমরা তোর কাছে কি অপরাধ করেচি যে ভাইকে আমার জেলে দিলি ! জেল হয়েচে শুনলে মা যে একেবারে প্রাণ বিসর্জন করবেন। আমরা ভায়ে ভায়ে সম্পত্তি নিয়ে ঝগড়া করি, যা করি, তবু ত সে আমার ভাই । তুই একটি আঘাতে আমার ভাইকে মারলি-আমার মাকে মারলি ! -রমেশ, সেদিন রমার সে উগ্র-মুৰ্ত্তি মনে হলে আজও হৃদকম্প হয়। বললে, রমেশের বাপ আমার বাপকে জেলে দিতে যায়নি। পারলে ছেড়ে দিত বুঝি ? রমেশ । হা, রমার মাসীর মুখেও একথা শুনছিলাম। বেণী । এই হোলো তার জাতক্ৰোধ । কিন্তু মেয়েমানুষের এত দৰ্প আমারও সহ হল না। আমি রেগে বলে ফেললাম, আচ্ছা, ফিরে আম্বক সে, তার পরে এর বিচার হবে । কিন্তু খুন করা যে তার অভ্যেস ভাই। তোমাকে খুন করতে আকবর লেঠেলকে পাঠিয়েছিল মনে নেই ? কিন্তু তোমার কাছে ত চালাকি খাটেনি,-তুমিই উন্টে শিখিয়ে দিয়েছিলে! কিন্তু আমাকে খুন করা আর শক্ত কি ? রমেশ । তার পরে ? বেণী । তার পরে কি আর মনে আছে ভাই ? কে কিসে ক'রে যে আমাকে হাসপাতালে নিয়ে গেল, সেখানে কি হ’ল, কে দেখলে কিছুই জানিনে। এ যাত্রা যে রক্ষে পেরেচি সে কেবল মায়ের পুণ্যে। এমন যা কি আর আছে রমেশ ! [ রমেশের মূখে ও মনের মধ্যে কত কি যে হইতে লাগিল তাহার নির্দেশ নাই,-কিন্তু সে একটা কথাও কহিল না ] বেণী । গাড়ি তৈরী ভাই। আর দেরি নয়,—বাড়ি চল। মায়ের কাছে তোরে একবার পৌঁছে দিয়ে আমি বঁচি । . রমেশ । চলুন। জেলের মধ্যেই শুনেছিলাম রমা না-কি বড় পীড়িত ?

’༣ ག e